লিড
রবিবার রাত ১০টার দিকে রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করে।
ঘটনাস্থল ও পুলিশের অভিযান
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, রাত ১০টা ৭ মিনিটের দিকে কারওয়ান বাজার দিক থেকে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে প্রবেশ করে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজন মোটরসাইকেলসহ পালিয়ে যায়, তবে আরিফুর রহমান হৃদয়কে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় ও তদন্তের অগ্রগতি
ওসি ইমাউল হক জানান, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং বিস্ফোরণের উদ্দেশ্য ও অন্য সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ এক বিকট শব্দে ফার্মগেট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তিন মোটরসাইকেল আরোহী দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধাওয়া দেয়।
পূর্ব রাজাবাজার এলাকায় এসে তারা আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়, এতে এক ব্যক্তি আহত হন। পরবর্তীতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরিফ নামের যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও মামলা প্রস্তুতি
ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
# ঢাকা_ফার্মগেট, ককটেল_বিস্ফোরণ, রাজাবাজার, পুলিশ_অভিযান, ছাত্রলীগ, রাজধানীর_ঘটনা, সারাক্ষণ_রিপোর্ট