ত্রাণ প্রচেষ্টা ও অগ্রাধিকার
ক্যাটাগরি-৫ হারিকেন মেলিসা জ্যামাইকার ওপর দিয়ে বয়ে যাওয়ার চার দিন পরও বহু এলাকা বিচ্ছিন্ন। উদ্ধারকর্মীরা সেন্ট এলিজাবেথ ও ওয়েস্টমরল্যান্ডসহ ক্ষতিগ্রস্ত জেলায় খাদ্য, বিশুদ্ধ পানি, ত্রিপল ও চিকিৎসাসামগ্রী নিয়ে পৌঁছাতে শুরু করেছে। অসংখ্য বিদ্যুত্-খুঁটি ভেঙে পড়ায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়; অনেক এলাকায় রাতদিন কাজের পরও আলো ফেরেনি। ছোট মৎস্যজীবী ও কৃষকের আয় বড় ধাক্কা খেয়েছে—মাত্র ১৫ মাস আগে হারিকেন বেরিলের ক্ষতি সামলে ওঠা শেষ হয়নি।
পুনর্গঠন ও সহনশীলতা
সরকার জানিয়েছে, সড়ক খুলে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব পাওয়া যাবে। আপাতত ধ্বংসাবশেষ সরানো, নিরাপদ পানি, অস্থায়ী শ্রেণিকক্ষ এবং বেশি জেনারেটর-ওয়াটার কিট—এসবই অগ্রাধিকার। প্রকৌশলীরা শক্তিশালী বিল্ডিং কোড ও স্থিতিস্থাপক গ্রিডের ওপর জোর দিচ্ছেন; জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ সমুদ্র ঝড়কে আরও তীব্র ও বৃষ্টিবহুল করছে। সরকার নগদ-ভিত্তিক কর্মসূচি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক সহায়তা চাইছে। মৌসুম এখনো শেষ নয়—তাই সতর্কবার্তা মানা ও জরুরি ব্যাগ প্রস্তুত রাখার আহ্বান নতুন করে জোরালো হলো।
সারাক্ষণ রিপোর্ট 



















