মেট্রোরেল চলাচলে হঠাৎ বিরতি
রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেল ট্র্যাকে একটি ড্রোন পড়ে যাওয়ার ঘটনায় শনিবার রাতের যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ কারণে কয়েক মিনিটের জন্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
কখন এবং কোথায় ঘটনা ঘটেছে
মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক (জনসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি জানান, রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত প্রায় ৯ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
তিনি বলেন, ড্রোনটি উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকের ওপর পড়ে থাকতে দেখা যায়। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে এবং কে এটি পরিচালনা করছিল, তা এখনো জানা যায়নি।
অসুবিধার জন্য দুঃখ প্রকাশ
ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িক সেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
#tags
#ঢাকা_মেট্রোরেল #ড্রোন_ঘটনা #উত্তরা #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















