কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সিদ্ধান্ত নেন জেলা রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান। যাচাই প্রক্রিয়ায় দেখা যায়, ইউসুফ হাকিম সোহেলের জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ। এতে প্রার্থীর নাগরিকত্ব সংক্রান্ত তথ্যসহ দ্বৈত নাগরিকত্ব রয়েছে কি না—এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ করা হয়নি।
রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান জানান, হলফনামা নির্বাচন প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এতে দেওয়া সব তথ্য সঠিক ও পূর্ণাঙ্গ হওয়া বাধ্যতামূলক। তবে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সারাক্ষণ রিপোর্ট 


















