সিরাজগঞ্জের তারাশ পৌরসভার পূর্ব সোলাপাড়া এলাকার একটি মন্দিরে দানবাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই দুঃসাহসিক চুরিতে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর মন্দির এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তারাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কৌশলে চোরেরা মন্দিরে প্রবেশ করে চুরি করে।
পুলিশ জানায়, দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নেওয়ার পাশাপাশি থালা-বাসনসহ আরও কিছু সামগ্রী চুরি হয়েছে। তবে ঠিক কত টাকা খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বিশেষ অনুসন্ধান শুরু হয়েছে।
#মন্দিরে_চুরি #দানবাক্স_ভাঙা #সিরাজগঞ্জ #তারাশ #আইনশৃঙ্খলা #পুলিশ_তদন্ত
সারাক্ষণ রিপোর্ট 


















