আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে স্থানীয় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে এ গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাহবুব সরকার। তাঁর বয়স ৩৮ বছর। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পারিবারিক পরিচয় ও রাজনৈতিক প্রভাব
মাহবুব সরকার আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা। তিনি মরহুম মনু সরকারের ছেলে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।

সারাক্ষণ রিপোর্ট 


















