আখাউড়া রেলস্টেশনে থামার সময় একটি আন্তঃনগর ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি শাড়ি ও কম্বল জব্দ করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার বিকেলে এই অভিযান চালানো হয়।
![]()
রেলওয়ে পুলিশের সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছালে এর মালবাহী বগিতে তল্লাশি চালানো হয়। অভিযানে পাঁচটি বস্তায় রাখা ৮২টি কম্বল এবং দুটি বস্তায় থাকা ১০৫টি শাড়ি উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর প্রায় ৩টা ১৫ মিনিটে একটি দল ট্রেনটিতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক হিসাবে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, এসব পণ্য কীভাবে ট্রেনে ওঠানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা শাড়ি ও কম্বল বর্তমানে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সংরক্ষিত রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















