রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে এক হাজার নতুন প্রশিক্ষণ সহকারী কর্মকর্তাকে স্বাগত জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জুবাইদুর রহমান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ইসলামী ব্যাংক সেগুলোকে অগ্রগতির সুযোগে রূপ দিতে পেরেছে। তিনি নতুন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আজ যারা ব্যাংকে যোগ দিচ্ছেন, ভবিষ্যতে তারাই দেশের ব্যাংকিং খাতকে নেতৃত্ব দেবেন। উন্নত বাংলাদেশ গঠন ও আধুনিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। তিনি নতুন কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা ও গ্রাহকসেবার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
গ্রাহক আস্থাই মূল শক্তি
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ড. এম. কামাল উদ্দিন জাসিম বলেন, ইসলামী ব্যাংকের সাফল্যের মূল ভিত্তি গ্রাহকের আস্থা। সেই আস্থা ধরে রাখতে নতুন কর্মকর্তাদের সেবার মান আরও উন্নত করতে হবে। একই সঙ্গে ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা ও জাতীয় ব্যাংকিং খাতের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কঠোর ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগকে ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৯১ হাজার ৭৫৬ জন প্রার্থীর মধ্য থেকে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই এক হাজার কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
সারা দেশের প্রতিনিধিত্ব
নবনিযুক্ত কর্মকর্তারা দেশের সব ৬৪ জেলা থেকে নির্বাচিত হয়েছেন, যা নিয়োগে ভৌগোলিক বৈচিত্র্যের প্রতিফলন। পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা থেকে। এরপর রয়েছে কুমিল্লা ও কক্সবাজার জেলা।
সারাক্ষণ রিপোর্ট 
















