যশোর শহরের উপকণ্ঠে সাতমাইল হাইবতপুর গ্রামে পারিবারিক বিরোধ থেকে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। মাদকের জন্য টাকা না দেওয়ায় নিজের বাবা ও মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
আহত বাবা–মায়ের পরিচয়
আহতরা হলেন আশির উদ্দিন (৭০) ও তাঁর স্ত্রী রোকেয়া (৬০)। স্থানীয়রা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন।
মাদকের টাকার দাবিতে হামলার অভিযোগ

আহতদের ভাষ্য অনুযায়ী, তাঁদের ছোট ছেলে সাদ্দাম ভোর প্রায় তিনটার দিকে মাদকের জন্য টাকা দাবি করে। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে লাঠি দিয়ে বাবাকে মারধর করে। পরে ধারালো দা দিয়ে বাবা ও মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে ভর্তি
চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। পরে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বক্তব্য
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, দুজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাত রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের হাতেও গুরুতর কাটাছেঁড়া হয়েছে।

অভিযুক্তের গ্রেপ্তারের দাবি
ঘটনার পর থেকে অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশের অবস্থান
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















