০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’- ফিলিপাইনে ৪ জনের মৃত্যু,আঘাত হানার আগে এক লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়, ঝড়ের গতিবেগ এখন কমে গেছে থাই–মালয়েশিয়া উপকূলে রোহিঙ্গা নৌডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১১ গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলেছে: নতুন করে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১২০০ রোগী ঘোড়া-থিমের ফুকুবুকুরো: জাপানে ২০২৬ নববর্ষে পণ্য নয়, অভিজ্ঞতাই মূল টান ডকুমেন্টারি আবার আলোয় আনতে নিউইয়র্কে ভ্যারাইটির ‘ডক ড্রিমস লাইভ’ আমাজনের বেলেং-এ শুরু হলো কপ৩০, যুক্তরাষ্ট্র নেই আলোচনার টেবিলে সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে ধস: ডিএসই সূচক ৬৮ পয়েন্ট ও সিএসই ৩৫ পয়েন্ট কমেছে ২০২৫ সালের গিফট গাইডে এআই ও ওয়্যারেবলকে শীর্ষে তুলল এনগ্যাজেট তাইওয়ান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যে চীনা কূটনীতিককে ডেকে পাঠাল টোকিও

মনোমালিন্য থেকে প্রেম অতঃপর বিয়ে

  • Sarakhon Report
  • ০৫:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 62

রেজাই রাব্বী

নব্বইয়ের দশকের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করা সুখী দাম্পত্য জুটিগুলোর মধ্যে মৌসুমী ওমর সানী অন্যতম। নব্বই দশকের বাণিজ্যিক ছবিতে চলচ্চিত্রের সফল জুটি হিসেবে তাদের অবদান অবিস্মরণীয়।

চারদিকে যখন জুটি ভাঙার উৎসব চলে তখনই মৌসুমী ও ওমর সানী জুটি উদাহরণ হিসেবে সামনে আসে। মৌসুমী-ওমর সানী জুটির ছবির গান বিপুল জনপ্রিয় ছিল। এখনো ইউটিউব ঘাঁটলে দেখা যায় তাদের গানের জনপ্রিয়তা।

১৯৯৬ সালের ২ আগষ্ট জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবং চিত্রনায়ক ওমর সানী বিয়ের বন্ধনে আবন্ধ হন। গত বছরেই চিত্রনায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী দম্পত্তির বিয়ের তিন দশক পূর্তি হয়। ‘দোলা’ ছবি থেকে প্রথম জুটি বাঁধে মৌসুমী-ওমর সানী। একের পর এক ছবি নির্মিত হতে থাকে এ জুটির।

নব্বই দশকের বাঘা সব বাণিজ্যিক ছবির পরিচালকের ছবিতে কাজ করেছিল তারা। দর্শকের ভালোবাসা পেয়েছিল এ জুটি। তাদের হিট ছবি অনেক। আজিজুর রহমানের ‘লজ্জা, কথা দাও’, এ জে মিন্টু-র ‘প্রথম প্রেম’, মনোয়ার খোকনের ‘গরিবের রাণী, ঘাত-প্রতিঘাত’, দেলোয়ার জাহান ঝন্টু-র ‘হারানো প্রেম’, মনতাজুর রহমান আকবর-এর ‘শয়তান মানুষ’, রায়হান মুজিবের ‘আত্ম-অহংকার’, হাফিজ উদ্দিনের ‘প্রিয় তুমি’, ইস্পাহানি আরিফ জাহানের ‘লাট সাহেবের মেয়ে, তুমি সুন্দর, সুখের স্বর্গ’, উত্তম আকাশের ‘মুক্তির সংগ্রাম, রঙিন রংবাজ’, মতিন রহমান-এর ‘স্নেহের বাঁধন’, গাজী মাজহারুল আনোয়ারের ‘ক্ষুধা’, ছবিগুলো তাদের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি।

বাণিজ্যিক ছবির মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ছবিতে তারা কাজ করেছিল। রোমান্টিকে যেমন ‘প্রিয় তুমি, তুমি সুন্দর’ ছিল, ফ্যামিলি ড্রামায় ছিল ‘স্নেহের বাঁধন, সুখের স্বর্গ, লাট সাহেবের মেয়ে’, রাজনৈতিক প্লটে ছিল ‘শান্তি চাই, মুক্তির সংগ্রাম’ ইত্যাদি।

উল্লেখ্য, প্রথমবারের মতো ওয়েবসিরিজে কাজ করলেন চিত্রনায়ক ওমর সানী। ওয়েব সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। অন্যদিকে ওমর সানী তার নিজস্ব প্রযোজনা সংস্থা নিয়েও ভাবছেন।

 

জনপ্রিয় সংবাদ

সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’- ফিলিপাইনে ৪ জনের মৃত্যু,আঘাত হানার আগে এক লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়, ঝড়ের গতিবেগ এখন কমে গেছে

মনোমালিন্য থেকে প্রেম অতঃপর বিয়ে

০৫:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

রেজাই রাব্বী

নব্বইয়ের দশকের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করা সুখী দাম্পত্য জুটিগুলোর মধ্যে মৌসুমী ওমর সানী অন্যতম। নব্বই দশকের বাণিজ্যিক ছবিতে চলচ্চিত্রের সফল জুটি হিসেবে তাদের অবদান অবিস্মরণীয়।

চারদিকে যখন জুটি ভাঙার উৎসব চলে তখনই মৌসুমী ও ওমর সানী জুটি উদাহরণ হিসেবে সামনে আসে। মৌসুমী-ওমর সানী জুটির ছবির গান বিপুল জনপ্রিয় ছিল। এখনো ইউটিউব ঘাঁটলে দেখা যায় তাদের গানের জনপ্রিয়তা।

১৯৯৬ সালের ২ আগষ্ট জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবং চিত্রনায়ক ওমর সানী বিয়ের বন্ধনে আবন্ধ হন। গত বছরেই চিত্রনায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী দম্পত্তির বিয়ের তিন দশক পূর্তি হয়। ‘দোলা’ ছবি থেকে প্রথম জুটি বাঁধে মৌসুমী-ওমর সানী। একের পর এক ছবি নির্মিত হতে থাকে এ জুটির।

নব্বই দশকের বাঘা সব বাণিজ্যিক ছবির পরিচালকের ছবিতে কাজ করেছিল তারা। দর্শকের ভালোবাসা পেয়েছিল এ জুটি। তাদের হিট ছবি অনেক। আজিজুর রহমানের ‘লজ্জা, কথা দাও’, এ জে মিন্টু-র ‘প্রথম প্রেম’, মনোয়ার খোকনের ‘গরিবের রাণী, ঘাত-প্রতিঘাত’, দেলোয়ার জাহান ঝন্টু-র ‘হারানো প্রেম’, মনতাজুর রহমান আকবর-এর ‘শয়তান মানুষ’, রায়হান মুজিবের ‘আত্ম-অহংকার’, হাফিজ উদ্দিনের ‘প্রিয় তুমি’, ইস্পাহানি আরিফ জাহানের ‘লাট সাহেবের মেয়ে, তুমি সুন্দর, সুখের স্বর্গ’, উত্তম আকাশের ‘মুক্তির সংগ্রাম, রঙিন রংবাজ’, মতিন রহমান-এর ‘স্নেহের বাঁধন’, গাজী মাজহারুল আনোয়ারের ‘ক্ষুধা’, ছবিগুলো তাদের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি।

বাণিজ্যিক ছবির মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ছবিতে তারা কাজ করেছিল। রোমান্টিকে যেমন ‘প্রিয় তুমি, তুমি সুন্দর’ ছিল, ফ্যামিলি ড্রামায় ছিল ‘স্নেহের বাঁধন, সুখের স্বর্গ, লাট সাহেবের মেয়ে’, রাজনৈতিক প্লটে ছিল ‘শান্তি চাই, মুক্তির সংগ্রাম’ ইত্যাদি।

উল্লেখ্য, প্রথমবারের মতো ওয়েবসিরিজে কাজ করলেন চিত্রনায়ক ওমর সানী। ওয়েব সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। অন্যদিকে ওমর সানী তার নিজস্ব প্রযোজনা সংস্থা নিয়েও ভাবছেন।