রেজাই রাব্বী
ভালোবাসার গল্প কথক মিজানুর রহমান আরিয়ানের “বুকিং” খুবই সুন্দর ও রোমাঞ্চকর একটি ওয়েব শর্ট ফিল্ম। গল্পের নামটা যেমন আকর্ষণীয় তেমনি নামটার সাথে এই গল্পের অদ্ভুত এক মিলবন্ধনও রয়েছে। ভালোলাগা কিংবা ভালোবাসার বহিঃপ্রকাশ তো নানারকম ভাবেই করা যায় “বুকিং” এর গল্পটার বহিঃপ্রকাশও এক অন্য রকমের সুন্দর। এতে প্রথমবারের মতো পরীর বিপরীতে দেখা মিলবে মেধাবী অভিনেতা এবিএম সুমনের । আরিয়ান, পরীমনি ও এবিএম সুমন-এ ভিন্ন এক কম্বিনেশন।
“প্রথম প্রেমের গানে, উপমায় রেখেছি তোমাকে, প্রথম প্রেমের খামে, শেষ চিঠি লিখেছি তোমাকে” সোমেশ্বর অলি’র লেখা সাজিদ সরকারের সুর ও সঙ্গীতে রেহান রাসুলের কন্ঠে মিজানুর রহমান আরিয়ানের “বুকিং” শর্টফিল্মের গান দর্শকের মন ছুয়েছে।
কোন সম্পর্ক কখন কিভাবে জোড়া লাগবে সেটা মানুষ আগে থেকে কখনো নির্ধারিত করতে কিংবা জানতে পারে না। তবে মানুষ একটা সময় ঠিকই সম্পর্কের মায়াজালে বন্দি হয়ে যায়। গল্পে এবিএম সুমনকে হ্যান্ডসাম, গুড লুকিং ও সুদর্শন লেগেছে । তার সংলাপ, ভয়েস ওভার এবং কস্টিউম গুলোতে তাকে দারুণ লেগেছে । অন্যদিকে পরিমণিকে লাল শাড়ি, লম্বা চুলে বেশ আকস্মিক লেগেছে । তার উপর থেকে যেনো চোখ সরতেই ছিলো না । অভিনয়ে, গানে, গল্পে এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে বুকিং দুর্দান্ত লেগেছে ।
গল্পটির মেইন আকর্ষণ কেন্দ্র বিন্দু ছিলো গল্পের শেষ দৃশ্যটা । ছেড়া ২০ টাকার সাথে বুকিং এর কি সম্পর্ক তা জানতে দেখতে পারেন বুকিং। ‘বুকিং’ শর্টফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ভালোবাসার দিবসের বিশেষ প্রজেক্ট ‘লাভ স্টোরিজ’-এর অংশ। এই প্রজেক্টের বাকী কাজগুলোতে অভিনয় করেছেন সাবিলা নূর, নিলয় আলমগীর, দীঘি, জিয়াউল পলাশ, পারসা ইভানাসহ বেশকজন জনপ্রিয় তারকা ।
Leave a Reply