নয়নপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজন
গাজীপুর সদর উপজেলার নয়নপুরে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১১ অক্টোবর ২০২৫) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের নিজস্ব সাযযাদ কাদির মঞ্চে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ ও গ্রুপ বিন্যাস
তিন প্রতিষ্ঠানের মোট ২৫৮ জন শিক্ষার্থী ৪টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
গ্রুপগুলো ছিল—
- ‘ক’ গ্রুপ: নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি
- ‘খ’ গ্রুপ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি
- ‘গ’ গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি
- ‘ঘ’ গ্রুপ: নবম থেকে দ্বাদশ শ্রেণি
শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত, সাধারণ নৃত্য, একক অভিনয়, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
সূচনা পর্ব ও শ্রদ্ধাঞ্জলি
সকালে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, শিশু সংগঠক, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা
- ‘ক’ বিভাগ: ওয়াসনা মেহজাবিন (প্রথম), আফরিন জান্নাত বুশরা (দ্বিতীয়), তানহা ইসলাম তারিন (তৃতীয়)
- ‘খ’ বিভাগ: মোস্তারিন জান্নাত ইরা (প্রথম), রোহান আল আরাফ (দ্বিতীয়), মো. তাহসিন ইসলাম আয়াত (তৃতীয়)
- ‘গ’ বিভাগ: আমিনা বুশরা ফাইজা (প্রথম), নুসরাত জাহান ইফতি (দ্বিতীয়), সামীহা জাহান (তৃতীয়)
- ‘ঘ’ বিভাগ: নাঈমা আফরোজ (প্রথম), শারমিন খান (দ্বিতীয়), শাখিন আনজুম অর্পা (তৃতীয়)
আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীরা
- ‘ক’ বিভাগ: ওয়াসনা মেহজাবিন (প্রথম), অদ্রিকা বড়ুয়া (দ্বিতীয়), রাফিন বিন সোহেল (তৃতীয়)
- ‘খ’ বিভাগ: সাউদা হক রোজা (প্রথম), তাসফিয়া তাবাসসুম নুসাইবা (দ্বিতীয়), রোহান আল আরাফ (তৃতীয়)
- ‘গ’ বিভাগ: মেহজাবিন নূর নূহা (প্রথম), আদিনা সোমনা তাসফিয়া (দ্বিতীয়), আফরা ইবনাত খান (তৃতীয়)
- ‘ঘ’ বিভাগ: সিনথিয়া সিদ্দিকা হৃদি (প্রথম), মোসা. শিমু আক্তার (দ্বিতীয়), জহিরুল ইসলাম জয় (তৃতীয়)
একক অভিনয়ের বিজয়ীরা
- ‘ক’ বিভাগ: ওয়াসফিয়া মেহেরিন (প্রথম), নাজহিম মাহমুদ রায়হান (দ্বিতীয়)
- ‘খ’ বিভাগ: সামিউল হাসান তুরান (প্রথম), আবু রায়হান (দ্বিতীয়), আয়ান আহমেদ (তৃতীয়)
- ‘গ’ বিভাগ: সাদিক আনোয়ার (প্রথম), আব্দুল্লা আল ফারহান (দ্বিতীয়), ইসফা জাহান জিদনী (তৃতীয়)
সংগীত প্রতিযোগিতার বিজয়ীরা
- ‘ক’ বিভাগ: রাজশ্রী ভৌমিক (প্রথম), মাধবী রাণী ছোঁয়া (দ্বিতীয়), তাসফিয়া আনজুম তুবা (তৃতীয়)
- ‘খ’ বিভাগ: বর্ণিল সরকার সায়ান (প্রথম), সৃষ্টি সিদ্দিকী (দ্বিতীয়), স্বপ্নীল সরকার অয়ন (তৃতীয়)
- ‘গ’ বিভাগ: জয় গোপাল কৌশিক (প্রথম), দীপ্তি রাণী মন্ডল (দ্বিতীয়), নুসরাত ফারজানা মলি (তৃতীয়)
- ‘ঘ’ বিভাগ: জয়শ্রী পাল অন্তি (প্রথম), চৈতন্য সরকার চয়ন (দ্বিতীয়), মালিহা সানজিদা সূচি (তৃতীয়)
গল্প বলার প্রতিযোগিতার বিজয়ীরা
- ‘ক’ বিভাগ: অদ্রিকা বড়ুয়া (প্রথম), নাজহিম মাহমুদ রায়হান (দ্বিতীয়), ওয়াসনা মেহজাবিন (তৃতীয়)
- ‘খ’ বিভাগ: রোহান আল আরাফ (প্রথম), জান্নাতুল ফেরদৌসি (দ্বিতীয়), আনিসা ইবনাত ত্বহা (তৃতীয়)
- ‘গ’ বিভাগ: মেহজাবিন নূর নূহা (প্রথম), ইসফা জাহান জিদনী (দ্বিতীয়), আদিনা সোমনা তাসফিয়া (তৃতীয়)
- ‘ঘ’ বিভাগ: মারিয়া আক্তার ইফতি (প্রথম), জহিরুল ইসলাম জয় (দ্বিতীয়), জান্নাতুল ফেরদৌস (তৃতীয়)
সাধারণ নৃত্য প্রতিযোগিতার বিজয়ীরা
- ‘ক’ বিভাগ: রাহিনী সরকার রিতি (প্রথম), মাইশা মিম (দ্বিতীয়), রিধৃকা কর (তৃতীয়)
- ‘খ’ বিভাগ: সাউদা হক রোজা (প্রথম), সুমাইয়া আহমেদ (দ্বিতীয়), মিস জান্নাতি (তৃতীয়)
- ‘গ’ বিভাগ: নুসরাত জাহান নোভা (প্রথম), নুসরাত জাহান প্রান্তি (দ্বিতীয়), মারিয়া মৌ (তৃতীয়)
- ‘ঘ’ বিভাগ: হাফসা রহমান জুঁই (প্রথম), সামিয়া সাবরিন স্নেহা (দ্বিতীয়), সুর্বণা রহমান উপমা (তৃতীয়)
উপস্থিত বক্তৃতার বিজয়ীরা
- ‘গ’ বিভাগ: রাফা আহমেদ (প্রথম), প্রাপ্তি মাহমুদ জান্নাত (দ্বিতীয়), সিনথিয়া আক্তার (তৃতীয়)
- ‘ঘ’ বিভাগ: সিনথিয়া সিদ্দিকা হৃদি (প্রথম), মাহমুদা রহমান মাহিম (দ্বিতীয়), মারিয়া আক্তার ইফতি (তৃতীয়)
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক শাহানা আক্তার শিলা ও সিনিয়র সহকারী শিক্ষক মাকসুদা খাতুন লিপি।
সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রওশন আরা রুমি।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি হায়দার সিদ্দিকী উদয়।