বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে উদ্যোগ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং থেরাপি বা কাউন্সেলিং নিয়ে সামাজিক কুসংস্কার কমানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিটি স্বাক্ষরিত হয় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেড, ‘মশাল মেন্টাল হেলথ’ এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (পুসাব)-এর মধ্যে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশানে অবস্থিত জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে।
প্রতিনিধিদের উপস্থিতি
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের স্থানীয় সভাপতি এ.এফ.এম. ফাহমিদুর রহমান ‘ওনি’, মশালের প্রতিষ্ঠাতা মারিয়া মুমু এবং পুসাবের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সালেকিন।
এ সময় জেসিআই বাংলাদেশের জাতীয় সহসভাপতি কামরুজ্জামান পাভেল এবং আঞ্চলিক সহসভাপতি মুন্তাসির মামুনও উপস্থিত ছিলেন।
চুক্তির মূল উদ্দেশ্য ও পরিকল্পনা
এই চুক্তির আওতায় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালা, আলোচনা সভা ও প্রশিক্ষণ আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সঠিক ধারণা গড়ে তোলা হবে।
পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মশালের ওয়েলবিয়িং সার্ভিসের সুবিধা গ্রহণের সুযোগ পাবেন, যা তাদের মানসিক সুস্থতা রক্ষায় সহায়ক হবে।
বিশেষ সুবিধা
চুক্তির শর্ত অনুযায়ী, জেসিআই সদস্যরা মশাল মেন্টাল হেলথের সব সেবায় ১০ শতাংশ ছাড় ও অগ্রাধিকারভিত্তিক সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এই ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো, সহমর্মিতা গড়ে তোলা এবং মানসিক সহায়তা চাওয়ার বিষয়ে সামাজিক ভীতি দূর করার প্রচেষ্টা জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।