আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
শুক্রবার ঝিনাইদহ জেলা এবি পার্টির আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু।
তিনি আরও বলেন, “জোট গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আমরা চাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সব নতুন রাজনৈতিক শক্তিকে একত্র করতে।”
জনগণের আন্দোলনের চেতনা স্মরণ
মঞ্জু ১৯৯০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতি তুলে ধরে বলেন, “জনগণের শক্তিই দেশের প্রকৃত বিজয়ের উৎস। শহীদ ডা. মিলন ও নূর হোসেনের আত্মত্যাগ আমাদের প্রেরণা।”
জুলাই আন্দোলনের অর্জন ও অপূর্ণ প্রত্যাশা
এবি পার্টি চেয়ারম্যান বলেন, “জুলাই মাসে জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছিল। কিন্তু সেই আন্দোলনের সব আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।”
তিনি সতর্ক করে বলেন, বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা যদি চলতে থাকে, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও ব্যর্থ হতে পারে।
অর্থনীতি ও দুর্নীতির বিরুদ্ধে বার্তা
মঞ্জু আরও বলেন, “আওয়ামী লীগের শাসনামলে গড়ে ওঠা অর্থনৈতিক ধ্বংসস্তূপ, দুর্নীতি ও ভয়-ভীতির সংস্কৃতি মোকাবিলা করতে হবে। গুম, হত্যা ও অর্থ লুটপাট করে বিদেশে সম্পদ গড়ে তোলার কারণেই জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।”
সভায় উপস্থিত নেতৃত্ব
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
সভা পরিচালনা করেন কেন্দ্রীয় যুব পার্টির সদস্যসচিব ও ঝিনাইদহ-২ আসনের মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মুফতি মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।
নির্বাচনী প্রস্তুতি
এবি পার্টি ইতিমধ্যে ১০৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির নেতারা জানিয়েছেন, আসন্ন ২০২৬ সালের নির্বাচনে এবি পার্টি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে আগ্রহী।
#ট্যাগ: #এবি_পার্টি #জুলাই_অভ্যুত্থান #রাজনীতি #জাতীয়_নির্বাচন #বাংলাদেশ
সারাক্ষণ রিপোর্ট 



















