পারিবারিক দ্বন্দ্ব থেকে মারাত্মক ঘটনা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে, আর শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিচয়
মৃত নারীর নাম আজেদা বেগম (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার এমপি পাড়ার শামীম মিয়ার স্ত্রী।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আজেদা বেগম মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক বজায় রাখছিলেন বলে সন্দেহ করেন তার স্বামী শামীম। শুক্রবার রাতে শামীম স্ত্রীকে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়ে পড়েন। তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

হত্যার নৃশংস মুহূর্ত
বিবাদের এক পর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে আজেদার পেটে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শনিবার রাতে তিনি মারা যান।
পুলিশের বক্তব্য
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#: গাইবান্ধা, পারিবারিক_কলহ, নারী_নিহত, স্বামী_স্ত্রী_বিরোধ, গোবিন্দগঞ্জ, ছুরিকাঘাত
সারাক্ষণ রিপোর্ট 


















