একের পর এক মৃত্যুতে পুরান ঢাকায় অজানা আতঙ্ক
পুরান ঢাকায় ধারাবাহিকভাবে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি এমন এক ঘটনার কয়েক দিনের মধ্যেই বঙ্গশাল এলাকায় আরেক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় শক্তভাবে জিআই (GI) তার প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতের পরিচয় ও ব্যক্তিগত প্রেক্ষাপট
নিহত যুবকের নাম সাজিব। তিনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তবে ফলাফলে অকৃতকার্য হন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি সম্প্রতি দোহার এলাকায় তাবলিগ জামাতে অংশ নিয়ে ফিরে এসেছিলেন এবং আবার ঘরের জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনার দিন ও পারিবারিক অভিযোগ
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, শনিবার দুপুর তিনটার দিকে এক ফোনকল পাওয়ার পর সাজিব বাড়ি থেকে বের হন। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। পরে খবর আসে, আগমসী লেনের একটি ভবনের সিঁড়িতে তার মরদেহ পড়ে আছে।

প্রেমঘটিত সম্পর্কের সূত্রে হত্যার অভিযোগ
পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড। ইসলাম অভিযোগ করেন, সাজিবের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এক মেয়ের সঙ্গে, যাদের পরিবার একই তলায় বসবাস করত। মেয়েটির পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরোধিতা করতেন।
“মেয়েটির মামা ইকবাল ও কামাল এই সম্পর্ক ভেঙে দেন। আমরা সন্দেহ করছি, তারাই সাজিবকে পরিকল্পিতভাবে হত্যা করেছে,” বলেন ইসলাম। তিনি আরও জানান, ঘটনার পর থেকে মেয়েটির পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন।
পুলিশের তদন্ত ও প্রাথমিক তথ্য
বঙ্গশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিঁড়িতে সাজিবের মরদেহ পড়ে আছে এবং তার গলায় জিআই তার শক্তভাবে প্যাঁচানো। “ভবনের চতুর্থ তলায় কেবল একটি পরিবার থাকত, বাকিগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হতো। মরদেহের পাশের ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল,” বলেন এসআই দুলাল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজিবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

পূর্বের ঘটনার সঙ্গে আতঙ্কজনক মিল
এই ঘটনার ধরনটি পুরান ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া আরেক হত্যাকাণ্ডের সঙ্গে হুবহু মিলে গেছে। গত ১৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহও পুরান ঢাকার একটি সিঁড়িতে উদ্ধার করা হয়েছিল। উভয় ঘটনাই একই ধাঁচের রহস্যে ঘেরা, যা এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে।
পুরান ঢাকা, বঙ্গশাল, সাজিব হত্যা, জোবায়েদ হোসেন, রহস্যজনক মৃত্যু, তাবলিগ জামাত, প্রেমঘটিত বিরোধ, সারাক্ষণ রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















