দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ
পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশ সফরকালে বলেছেন, তার দেশ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায়। তিনি বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগের অপ্রয়োগিত সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে।” এ সময় তিনি জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিপাক্ষিক নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা–করাচি বিমান রুটও চালু হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল মির্জা।
সাক্ষাতে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

বৈশ্বিক উত্তেজনা প্রশমনে আহ্বান
উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার জানায়, বৈঠকে তারা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।
ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ
আলোচনায় ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উভয় নেতা। তারা বলেন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, “ভুয়া সংবাদ ও ভুল তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এই বিপদ রোধে বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা নেওয়া জরুরি।”

বৈঠকে উপস্থিত ছিলেন
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
#বাংলাদেশ #পাকিস্তান #বাণিজ্য #বিনিয়োগ #প্রতিরক্ষা_সহযোগিতা #মুহাম্মদ_ইউনূস #সাহির_শামশাদ_মির্জা
সারাক্ষণ রিপোর্ট 


















