ভোরের অভিযানে বড় সাফল্য
রোববার সকালে সুন্দরবনের কালাবোগি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত চক্র ‘রঙ্গা বাহিনী’র কথিত প্রধান নাজরুল শেখকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
নাজরুল শেখের বয়স ৪৮ বছর। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।
অস্ত্র ও গুলি উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। কোস্টগার্ডের একটি দল এলাকায় প্রবেশ করে নাজরুলকে আটক করে। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
অন্য সদস্যরা পলাতক
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ‘রঙ্গা বাহিনী’র অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তবে তাদের শনাক্তে অভিযান চলছে বলে জানানো হয়েছে।
দীর্ঘদিনের অপরাধচক্রের নেতৃত্ব
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নাজরুল শেখ দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তার গ্রেপ্তারের মাধ্যমে সুন্দরবনের অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















