০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
কপ৩০ শুরুর আগেই নতুন জলবায়ু লক্ষ্য ঠিক করতে হুড়োহুড়ি ইইউর সিনেটরের অভিযোগে গুগলের জেমা এআই সাময়িকভাবে সরিয়ে নেওয়া বুসান এপিকে-র পর মাঠ ধরে রাখল চীন, আলোচনায় টিকে থাকার চাপ আমেরিকার জামায়াত নেতাকে নিয়ে ‘অশালীন মন্তব্য’: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে মামলা সেন্টিমেন্টাল ভ্যালু’—নরম সুরে বলা সম্পর্কের গল্প হ্যারিসন ফোর্ডের হঠাৎ আগমনে ‘ট্রেন ড্রিমস’ প্রিমিয়ারে বাড়তি আলো জাপানের বিনিয়োগে রেকো ডিক খনি: তামার ঘাটতি মোকাবিলায় নতুন দিগন্ত সৃজনশীলতা ও ফ্যাশনের সীমানা ভাঙা—ভিক্টর ও রলফের অসাধারণ রেট্রোস্পেকটিভ প্রদর্শনী বিনিয়োগে জেন জেড-এর ভিন্নধর্মী পথচলা মার্কিন প্রতিষ্ঠানে ছাঁটাই বাড়ছে: কোম্পানিগুলি এখন বেশি স্বাচ্ছন্দ্যে কর্মী কমাচ্ছে

শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি, ৩ বছর যেতে পারবেন না ইউরোপে

  • Sarakhon Report
  • ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 7

চলতি বছর ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন।

দূতাবাস জানিয়েছে, পাচারকারী, মধ্যসত্ত্বভোগী এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ। ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে।

গত কয়েকদিনে মোট ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের দ্রুততর সময়ের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকার।

দূতাবাস বলছে, মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে৷ সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হযেছে, “যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন, অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে।”

এছাড়া, যাদেরস্বদেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপিয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন।

বাংলা ট্রিবিউন

জনপ্রিয় সংবাদ

কপ৩০ শুরুর আগেই নতুন জলবায়ু লক্ষ্য ঠিক করতে হুড়োহুড়ি ইইউর

শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি, ৩ বছর যেতে পারবেন না ইউরোপে

১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

চলতি বছর ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন।

দূতাবাস জানিয়েছে, পাচারকারী, মধ্যসত্ত্বভোগী এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ। ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে।

গত কয়েকদিনে মোট ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের দ্রুততর সময়ের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকার।

দূতাবাস বলছে, মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে৷ সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হযেছে, “যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন, অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে।”

এছাড়া, যাদেরস্বদেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপিয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন।

বাংলা ট্রিবিউন