০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
পিএলএ-র শীর্ষ পর্যায়ে তদন্ত শুরু, চীনের সামরিক দুর্নীতি দমন অভিযান জোরদার চীনের সঙ্গে বাণিজ্য বাড়ালে কানাডায় ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের লাইভ সম্প্রচারে রোপ ছাড়াই তাইপেই ১০১ আরোহণ করলেন এ্যালেক্স হোনোল্ড বান্নুতে পুলিশ ভ্যানে হামলা ব্যর্থ, দুই জঙ্গি নিহত পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’—নরসিংদীতে গ্যারেজকর্মী চঞ্চল ভৌমিকের মৃত্যু ঘিরে রহস্য রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ সন্দেহে ফ্রান্সে আটক ভারতীয় জাহাজ অধিনায়ক আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার পাঁচজন অপারেশন সিঁদুরের পর চীন ও তুরস্ক থেকে অস্ত্র কেনা বাড়াল পাকিস্তান ওসিকে আটকে রেখে এসআইকে কান ধরিয়ে শাস্তি, ছাত্র-জনতার ভিডিও ছড়িয়ে পড়ল সুন্দরবনে ফিরছে বাঘ, তবে ঘনিয়ে আসছে খাদ্যসংকট

শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি, ৩ বছর যেতে পারবেন না ইউরোপে

  • Sarakhon Report
  • ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 46

চলতি বছর ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন।

দূতাবাস জানিয়েছে, পাচারকারী, মধ্যসত্ত্বভোগী এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ। ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে।

গত কয়েকদিনে মোট ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের দ্রুততর সময়ের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকার।

দূতাবাস বলছে, মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে৷ সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হযেছে, “যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন, অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে।”

এছাড়া, যাদেরস্বদেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপিয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন।

বাংলা ট্রিবিউন

জনপ্রিয় সংবাদ

পিএলএ-র শীর্ষ পর্যায়ে তদন্ত শুরু, চীনের সামরিক দুর্নীতি দমন অভিযান জোরদার

শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি, ৩ বছর যেতে পারবেন না ইউরোপে

১১:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

চলতি বছর ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, যাদের কাছে ইতালিতে থাকার অনুমতি ছিল না। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেন।

দূতাবাস জানিয়েছে, পাচারকারী, মধ্যসত্ত্বভোগী এবং যথাযথ ভিসা ছাড়া দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশ অবৈধ। ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক দেশে ফেরত পাঠানো হবে।

গত কয়েকদিনে মোট ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ইতালিতে প্রবেশ করেছিলেন এবং তাদের দ্রুততর সময়ের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে দেশটির সরকার।

দূতাবাস বলছে, মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান পরিচালনা করা হয়েছে৷ সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠাতে সহযোগিতা করেছে ইউরোপিয়ান সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হযেছে, “যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন, অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দেশে ফেরত পাঠানো হবে।”

এছাড়া, যাদেরস্বদেশে প্রত্যাবাসন করা হচ্ছে তারা ইতালিয়ান এবং ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপিয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে নিষিদ্ধ থাকবেন।

বাংলা ট্রিবিউন