বিজয়নগর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের সূত্রপাত হয় বিকেল ৩টার দিকে।
অগ্নিকাণ্ড কোথায় শুরু হলো
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আখতার জানান, ১০ তলা ভবনের নবম তলায় আগুনের উৎপত্তি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ব্যবস্থা
এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান রোজিনা আখতার। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন যেন অন্য তলায় ছড়িয়ে না পড়ে সে জন্যও সতর্কভাবে কাজ করছে।
সারাক্ষণ রিপোর্ট 


















