বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। কাতারের সহায়তায় আনতে যাওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখন কাতারের পরিবর্তে জার্মানি থেকে ঢাকায় আসবে। শারীরিক অবস্থা উপযুক্ত হলে এই বিমানে তাঁকে লন্ডনে নেওয়া হবে।
পরিস্থিতির পরিবর্তন
কাতার দূতাবাসের একজন মুখপাত্র শুক্রবার দুপুরে ইউএনবিকে জানান, এয়ার অ্যাম্বুলেন্স আনার পরিকল্পনায় সংশোধন হয়েছে। তিনি বলেন, এটি এখন জার্মানি থেকে আসবে; তবে প্রক্রিয়ায় কাতারের সহযোগিতা অব্যাহত রয়েছে।
আগমনের সময় অনিশ্চিত
মুখপাত্র কোনো নির্দিষ্ট সময় জানাননি। তিনি ইঙ্গিত দেন, এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকায় আসবে তা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সময় ঠিক হবে।
প্রাথমিক পরিকল্পনা
এর আগে ধারণা ছিল যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সরাসরি কাতার থেকে আসবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিমানের উৎস পরিবর্তিত হয়েছে।
#tags: রাজনীতি বাংলাদেশ খালেদা_জিয়া চিকিৎসা এয়ার_অ্যাম্বুলেন্স
সারাক্ষণ রিপোর্ট 



















