নরসিংদীর পুলিশ লাইনস এলাকায় গভীর রাতে দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শাটারে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনায় নিহতের শরীর মারাত্মকভাবে দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিচয়
নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক। বয়স ২৩ বছর। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। জীবিকার তাগিদে নরসিংদীর পুলিশ লাইনস এলাকার খানবাড়ি মসজিদ মার্কেটে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন তিনি।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মাছবাজারে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতোই কর্মস্থলের ভেতরে ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। ওয়ার্কশপের ভেতরে পেট্রোলসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে চঞ্চল গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সিসিটিভিতে আগুন দেওয়ার দৃশ্য
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে ইচ্ছাকৃতভাবে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে। ফুটেজগুলো সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং এর ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
চিকিৎসক ও পুলিশের বক্তব্য
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গুলশানা কবির জানান, মারাত্মকভাবে দগ্ধ একটি মরদেহ হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক পুলিশ দল কাজ করছে।
দোকান মালিকের বক্তব্য মেলেনি
ঘটনার বিষয়ে জানতে দোকান মালিক রুবেল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















