টানা বৃষ্টিতে রাজধানী ভোগান্তিতে
মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ের মধ্যে দেশের কোথাও এত বৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ২০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি।
রাস্তায় পানি জমে যানজট
অবিরাম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এতে মানুষ চলাচলে দুর্ভোগে পড়ছেন। কাজীপাড়া, বিজয় সরণী, শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তাজুড়ে পানি জমে যানবাহন চলাচল ধীর হয়ে গেছে। মেট্রোস্টেশনের সামনে ও বড় বড় সড়কে হাঁটাও কঠিন হয়ে পড়েছে।
কেন হচ্ছে এত বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, ঢাকার এই ছয় ঘণ্টার বৃষ্টি দেশের সর্বোচ্চ। সম্ভবত এ বছর রাজধানীতে এটিই সবচেয়ে বড় বৃষ্টি। তিনি বলেন, পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ আছে, তবে এই বৃষ্টি তার কারণে হচ্ছে না। আকাশে তৈরি হওয়া গভীর মেঘমালার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।
উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি
রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন জেলায়ও ভারী বৃষ্টি হচ্ছে। বগুড়াসহ উত্তরবঙ্গের অনেক জায়গায় ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আজ সারাদিন এসব অঞ্চলে বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির হিসাব
আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়। সেই হিসেবে ঢাকার ২৪ ঘণ্টার বৃষ্টিকে অতিরিক্ত ভারী বলা যায়।
বৃষ্টি চলবে আরও কয়েকদিন
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত চলতে পারে।
টানা বর্ষণে ঢাকার জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এত বৃষ্টি শহরের পানি নিষ্কাশন ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।