ঢাকা, ০১ অক্টোবর ২০২৫ (বুধবার): দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকাসহ দেশের সর্বত্র আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। পূজা মণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্যবৃন্দ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছে।

ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে।
যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের তথ্য দ্রুততার সাথে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সারাক্ষণ রিপোর্ট 



















