নারী উদ্যোক্তাদের নির্বাচন কমিশনে আহ্বান
বুধবার এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে কমপক্ষে ১৫০ সংসদীয় আসনে নারী প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করতে এবং নারী ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় সহায়তা দিতে।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির (উইয়াব) সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। তারা বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রাজধানীর নির্বাচন ভবনে সাক্ষাৎ করেন।
সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাসরিন ফাতেমা আউয়াল বলেন,
“আমরা চাই সংসদে নারীর অংশগ্রহণ আরও বাড়ুক। অন্তত ১৫০টি আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়া হোক। একইসঙ্গে সরকার যেন নারী প্রার্থীদের সহায়তার ব্যবস্থা করে, সে অনুরোধও করছি।”
তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে যেমন যুক্তরাষ্ট্রে নির্বাচনে নারী প্রার্থীরা বিভিন্নভাবে সহায়তা পান, বাংলাদেশেও তেমন উদ্যোগ নিলে নারী প্রার্থীরা সহজে নির্বাচন করতে পারবেন এবং আরও বেশি নারী ভোটার অংশগ্রহণে উৎসাহিত হবেন।

৫০ শতাংশ আসন নারীদের জন্য দাবি
উইয়াব সভাপতি বলেন, “আমরা চাই অন্তত ৫০ শতাংশ, অর্থাৎ ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করুন। আমরা চাই, নারীরা যাতে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারেন, সে সুযোগ নিশ্চিত করা হোক।”
আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা
নাসরিন ফাতেমা আউয়াল উল্লেখ করেন, নারীদের জন্য নির্বাচনে অংশগ্রহণ সহজ নয়, কারণ তারা পুরুষ-নিয়ন্ত্রিত সমাজে সহজে তহবিল বা অর্থ সংগ্রহ করতে পারেন না।
“যদি সরকার কিছু আর্থিক সহায়তা দেয়, তাহলে আরও অনেক নারী নির্বাচনে অংশ নিতে পারবেন,” বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা বাড়ানোর আহ্বান
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেন নারী প্রার্থীদের মনোনয়নের হার বাড়ায়। বর্তমানে অনেক দল মাত্র ৫ শতাংশ বা তারও কম নারীকে মনোনয়ন দেয়, যা পরিবর্তন করা জরুরি।
নাসরিন ফাতেমা আউয়াল নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করতে যেন তারা নারীদের জন্য মনোনয়নের অংশ বাড়ায় এবং নারী নেতৃত্বের বিকাশে সক্রিয় ভূমিকা রাখে।
সারাক্ষণ রিপোর্ট 


















