০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ আফ্রিদি ও গিলেস্পির গণভোটে ‘না’ বললেই স্বৈরাচারের দোসর, আর ‘হ্যাঁ’ প্রচার মানেই নাৎসিবাদের সঙ্গী: জিএম কাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার উসকানি, নয়াদিল্লীতে শেখ হাসিনার বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ ঢাকা জুড়ে বিবিসির কিংবদন্তি সাংবাদিক মার্ক টালি আর নেই বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, উদ্বেগ জানাল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বিএনপি কর্মীদের ভয় নেই, আশ্রয়ের আশ্বাস নাসির উদ্দিন পাটোয়ারীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা সাদ্দামের স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যু প্রশ্ন এড়িয়ে গেলেন উপদেষ্টা, ‘কৃষি ছাড়া উত্তর নয়’ শেয়ারবাজারে মিশ্র সূচনা, ডিএসইতে পতন সিএসইতে উত্থান শিক্ষাঋণ থেকে আইনশৃঙ্খলা সংস্কার, তরুণদের সামনে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা

যাত্রী কমায় ফাঁকা দূরপাল্লার বাস—নিষিদ্ধ দলের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব

গাবতলী টার্মিনালে ভোর থেকেই প্রায় ফাঁকা পরিবেশ

রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে যাত্রীর সংখ্যা দৃশ্যত কম। গাবতলী বাস টার্মিনাল সরেজমিন পরিদর্শনে দেখা যায়—টার্মিনাল প্রায় ফাঁকা, যাত্রী খুবই অল্প।


যাত্রী সংকটে বাস ছাড়তে দেরি

যাত্রী কম থাকায় নির্ধারিত সময়েও অনেকে বাস চালু করতে পারছে না। পরিবহন কোম্পানিগুলো বাধ্য হয়ে ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত পরিসরে বাস চালাতে হচ্ছে।


বাস কাউন্টারগুলোর প্রতিক্রিয়া

গোল্ডেন লাইন

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর জানান—
সাধারণ দিনে সকাল ৮টার মধ্যে অন্তত পাঁচটি বাস ছাড়লেও আজ মাত্র দুটি বাসই যাত্রী পেয়েছে, দুটিই ফরিদপুরগামী। বরিশাল ও সাতক্ষীরা রুটে কোনও যাত্রীই ছিল না। গতকাল বিকাল থেকেই যাত্রী কমে গেছে বলেও তিনি জানান।

হানিফ এন্টারপ্রাইজ

হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত রুবেল বলেন—
গত রাত থেকেই যাত্রী পাওয়া যাচ্ছে না। আজ ভোরের একটি গাড়ি যাত্রী না থাকায় বন্ধ রাখতে হয়েছে।

সোহাগ পরিবহন

সোহাগ পরিবহনের কাউন্টারে দায়িত্বে থাকা সজিব জানান—
যশোর রুটের সকাল ৯টা ৩০ মিনিটের গাড়ি বন্ধ করা হয়েছে যাত্রী অভাবে। সকালে দুইটি গাড়ি ছাড়লেও প্রতিটিতে যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।


যাত্রীদের ভোগান্তি

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন

তিনি জানান—
যাত্রী কম থাকায় সকালের বাসটি ছাড়তে পারেনি। এখন বলা হচ্ছে, ৯টায় বাস ছাড়বে। দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। তবে ৯টার বাসটিও সময়মতো ছাড়বে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

ভেড়ামারাগামী আব্দুল হান্নান

তিনি বলেন—
৮টায় বাস ছাড়ার কথা থাকলেও এখনও বাস আসেনি। যাত্রী কম বলেই দেরি হচ্ছে বলে ধারণা।

তিনি আরও বলেন—
নিষিদ্ধ দলের কর্মসূচি মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে, তাই যাত্রী কম। কিছুটা ভয় পেলেও জরুরি কাজে ফিরতেই হচ্ছে। বেড়াতে এসে এখন বাড়ি যাচ্ছি।


#ঢাকা_লকডাউন #গাবতলী #দূরপাল্লার_বাস #যাত্রীসংকট #সারাক্ষণরিপোর্ট

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ আফ্রিদি ও গিলেস্পির

যাত্রী কমায় ফাঁকা দূরপাল্লার বাস—নিষিদ্ধ দলের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব

১১:৫৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গাবতলী টার্মিনালে ভোর থেকেই প্রায় ফাঁকা পরিবেশ

রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে যাত্রীর সংখ্যা দৃশ্যত কম। গাবতলী বাস টার্মিনাল সরেজমিন পরিদর্শনে দেখা যায়—টার্মিনাল প্রায় ফাঁকা, যাত্রী খুবই অল্প।


যাত্রী সংকটে বাস ছাড়তে দেরি

যাত্রী কম থাকায় নির্ধারিত সময়েও অনেকে বাস চালু করতে পারছে না। পরিবহন কোম্পানিগুলো বাধ্য হয়ে ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত পরিসরে বাস চালাতে হচ্ছে।


বাস কাউন্টারগুলোর প্রতিক্রিয়া

গোল্ডেন লাইন

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর জানান—
সাধারণ দিনে সকাল ৮টার মধ্যে অন্তত পাঁচটি বাস ছাড়লেও আজ মাত্র দুটি বাসই যাত্রী পেয়েছে, দুটিই ফরিদপুরগামী। বরিশাল ও সাতক্ষীরা রুটে কোনও যাত্রীই ছিল না। গতকাল বিকাল থেকেই যাত্রী কমে গেছে বলেও তিনি জানান।

হানিফ এন্টারপ্রাইজ

হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত রুবেল বলেন—
গত রাত থেকেই যাত্রী পাওয়া যাচ্ছে না। আজ ভোরের একটি গাড়ি যাত্রী না থাকায় বন্ধ রাখতে হয়েছে।

সোহাগ পরিবহন

সোহাগ পরিবহনের কাউন্টারে দায়িত্বে থাকা সজিব জানান—
যশোর রুটের সকাল ৯টা ৩০ মিনিটের গাড়ি বন্ধ করা হয়েছে যাত্রী অভাবে। সকালে দুইটি গাড়ি ছাড়লেও প্রতিটিতে যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।


যাত্রীদের ভোগান্তি

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন

তিনি জানান—
যাত্রী কম থাকায় সকালের বাসটি ছাড়তে পারেনি। এখন বলা হচ্ছে, ৯টায় বাস ছাড়বে। দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। তবে ৯টার বাসটিও সময়মতো ছাড়বে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

ভেড়ামারাগামী আব্দুল হান্নান

তিনি বলেন—
৮টায় বাস ছাড়ার কথা থাকলেও এখনও বাস আসেনি। যাত্রী কম বলেই দেরি হচ্ছে বলে ধারণা।

তিনি আরও বলেন—
নিষিদ্ধ দলের কর্মসূচি মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে, তাই যাত্রী কম। কিছুটা ভয় পেলেও জরুরি কাজে ফিরতেই হচ্ছে। বেড়াতে এসে এখন বাড়ি যাচ্ছি।


#ঢাকা_লকডাউন #গাবতলী #দূরপাল্লার_বাস #যাত্রীসংকট #সারাক্ষণরিপোর্ট