পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিনের বিরোধ আবারও সহিংসতার দিকে গড়াল। চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২৪ জন কৃষক আহত হয়েছেন। দুপুরের শান্ত সময় হঠাৎ উত্তেজনায় বদলে যায়।
পুরোনো বিরোধের নতুন বিস্ফোরণ
কয়েক দিন ধরে উত্তেজনা বাড়ছিল। বৃহস্পতিবার ইজারা পাওয়া কৃষকেরা জমিতে কাজ করতে গেলে তাঁদের ওপর হামলা হয়।
আহত ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, অপর পক্ষেরও কয়েকজন আহত হয়েছে—যদিও সংখ্যা নিশ্চিত নয়।
গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
অভিযোগ–প্রতিউত্তর
আহত ভূমিহীন কৃষকেরা বলেন, চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাঁদের দাবি, ইজারা পাওয়া জমি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল।
আনোয়ার হাওলাদার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, বিরোধীয় জমিতে আগে তাঁদের ঘর ছিল। অন্যরা এসে ঘর ভাঙচুর করে নতুন ঘর তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়।
চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। পরে বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন।
প্রশাসনের আগের সমাধান ও বর্তমান কঠোরতা
স্থানীয়রা জানান, শান্তি বজায় রাখতে সম্প্রতি প্রশাসন মধ্যস্থতা করেছিল। যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম বলেন, আলোচনার ভিত্তিতে একটি সমাধান দেওয়া হয়েছিল। পরে কীভাবে উত্তেজনা তৈরি হলো, তিনি নিশ্চিত নন।
গলাচিপার ইউএনও মাহামুদুল হাসান জানান, গত শনিবার দুই পক্ষকে নিয়ে বৈঠক হয়। ভূমি কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, “সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
#গলাচিপা #পটুয়াখালী #খাসজমি #সংঘর্ষ #বাংলাদেশসংবাদ #স্থানীয়সংবাদ #Sarakhon #BangladeshUpdates
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী 


















