রাজধানীর জেনেভা ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ ৩৫টি ক্রড বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সামগ্রী উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
অভিযানের সময় ও স্থান
শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিটে মোহাম্মদপুর থানা পুলিশের একটি বিশেষ দল জেনেভা ক্যাম্পের সেক্টর-৭–এ অভিযান চালায়। পরিত্যক্ত একটি ঘর থেকে ক্রড বোমা ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

উদ্ধারকাজ ও বোমা নিষ্ক্রিয়করণ
ঘটনার খবর পাওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তলেবুর রহমান জানান, দলটি সন্ধ্যার পর থেকেই বোমা নিষ্ক্রিয়করণ কাজ পরিচালনা করছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
#tags: সংবাদ | ক্রড_বোমা | জেনেভা_ক্যাম্প | ঢাকা_মেট্রোপলিটন_পুলিশ
সারাক্ষণ রিপোর্ট 



















