ঢাকার খিলগাঁও এলাকায় এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে সিফাত আহমেদ নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ছিল ১৮ বছর। সিফাত খিলগাঁও মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং খিলগাঁওয়ের ঝিলপাড় এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে।
পারিবারিক দ্বন্দ্ব
দুপুরের পর সিফাতের সঙ্গে তার বোনের মোবাইল ফোন নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে মা তাকে বকাঝকা করলে তিনি নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ফেলেন।
মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, সিফাত ঘরের ভেতরে আত্মহত্যা করেন। এক প্রতিবেশী জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
#tags
বাংলাদেশ ঢাকা খিলগাঁও কলেজশিক্ষার্থী আত্মহত্যা পুলিশ ঢাকা_মেডিকেল_কলেজ
সারাক্ষণ রিপোর্ট 



















