সারাদেশে আসন্ন শুক্রবার জাতীয় মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ শুরু করে; সেই উপলক্ষে বিভিন্ন ক্যান্টনমেন্ট, ঘাঁটি ও সরকারি প্রতিষ্ঠানে দেশপ্রেম ও বীরত্ব স্মরণে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সারা দেশে আগামী শুক্রবার যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করে। স্বাধীনতার পর থেকেই দিনটি জাতীয়ভাবে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন হয়ে আসছে।
বিশেষ দোয়া ও দিনের সূচনা
ফজর নামাজের পর দেশের সব ক্যান্টনমেন্ট, নৌবাহিনী ঘাঁটি ও ইউনিট এবং বিমানবাহিনীর ঘাঁটিতে দেশের অগ্রগতি, কল্যাণ ও সশস্ত্র বাহিনীর উন্নতির জন্য বিশেষ মুনাজাত করা হবে। এর মধ্য দিয়েই দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

শ্রদ্ধা নিবেদন
শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণ’-এ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
তিন বাহিনীর প্রধানরাও পৃথকভাবে ‘শিখা অনির্বাণ’-এ পুষ্পস্তবক অর্পণ করবেন।
সভা-সাক্ষাৎ ও সংবর্ধনা
পুষ্পস্তবক অর্পণের পর সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ উপলক্ষে প্রধান উপদেষ্টা সেনা মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঝে শান্তি পুরস্কারও প্রদান করবেন।
সারাদেশে কর্মসূচি
দেশের সব সেনা গ্যারিসন, নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি এবং বিমানবাহিনীর ঘাঁটিতেও দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গণমাধ্যমে বিশেষ আয়োজন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বৃহস্পতিবার রাত ৮টার সংবাদ শেষে ‘স্পেশাল অনির্বাণ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
বাংলাদেশ বেতার শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘স্পেশাল দুর্বার’ নামের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
এ উপলক্ষে জাতীয় দৈনিকগুলোও বিশেষ সংখ্যা প্রকাশ করবে।
সেনাকুঞ্জে রাষ্ট্রীয় সংবর্ধনা
শুক্রবার বিকেল ৪টায় ঢাকার সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা এক বিশেষ সংবর্ধনার আয়োজন করবেন।
এ সংবর্ধনায় উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদার অন্যান্য ব্যক্তিবর্গ, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিচারপতি, সচিব, সাবেক তিন বাহিনীর প্রধান, সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার, ২০০৯ সালের বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাযজ্ঞে নিহত সেনা সদস্যদের পরিবার, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজের বিশিষ্ট নাগরিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।
বিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
# সশস্ত্র_বাহিনী_দিবস | বাংলাদেশ | রাষ্ট্রপতি | প্রধান_উপদেষ্টা | শিখা_অনির্বাণ | বিটিভি | মুক্তিযুদ্ধ
সারাক্ষণ রিপোর্ট 


















