ভবনের রেলিং ভেঙে নিহত, গাজীপুরে বহু শ্রমিক আহত
ঢাকার কোষাইটুলি এলাকায় শুক্রবার ভোরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর একটি ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি বলে জানান ডিএমপি লালবাগ বিভাগের উপকমিশনার মালিক আহসান উদ্দিন সামি।
এদিকে গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিকরা দ্রুত দৌড়ে বের হতে গিয়ে অনেকে আহত হন। আতঙ্কে ছুটোছুটি করার সময় এসব দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার আগারগাঁওস্থ ভূকম্পন কেন্দ্রের পূর্বদিকে প্রায় ১৩ কিলোমিটার দূরে।
#tags সংবাদ ভূমিকম্প ঢাকা দুর্ঘটনা নিহত গাজীপুর
সারাক্ষণ রিপোর্ট 



















