নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় ভূমিকম্পের সময় বৈদ্যুতিক তারের ঘর্ষণ থেকে সৃষ্ট স্পার্কে একটি তুলা প্রসেসিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন ধোঁয়ায় আহত হন।
কীভাবে আগুনের সূত্রপাত
শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পের ঝাঁকুনির পর ট্রান্সফরমারটি দুলে গিয়ে পাশের কারখানার দেয়ালে আঘাত করে। ওই সময় বৈদ্যুতিক তারগুলোর পরস্পরের ঘর্ষণে স্পার্ক সৃষ্টি হয়ে তা তুলার স্তূপে পড়ে আগুন ধরে যায়।
কারখানায় রাখা হাইড্রলিক প্রেস মেশিনের তেলের ড্রাম বিস্ফোরণ ঘটালে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশ ধোঁয়ায় ভরে গেলে কয়েকজন শ্বাসকষ্টে আহত হন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান
খবর পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের ডোবা থেকে পানি সংগ্রহে সুবিধা হওয়ায় আগুন নেভাতে গতি বাড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জুন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গণী জানান, বড় আকারের এই কারখানায় কোনো ফায়ার সেফটি ব্যবস্থা নেই—এ বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কারখানার মালিক ও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিবরণ
কারখানার মালিক জুলহাস মিয়া জানান, ভূমিকম্পের সময় শ্রমিকরা কাজ করছিলেন। তার কথায়, বৈদ্যুতিক খুঁটির দুটি তার একে অপরের সংস্পর্শে এসে সৃষ্ট ফুলকি তুলার ওপর পড়তেই মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। তিনি দাবি করেন, এতে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় তুলা ব্যবসায়ী মনির হোসেন বলেন, বিভিন্ন কারখানার তুলা এই প্রেস হাউসে এনে গাইট বাঁধা হয় এবং সেসব তুলা ভারত, নেপাল, চীনসহ বিদেশে রপ্তানি হয়। তাদের মালামালও পুড়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন।
পুলিশের বক্তব্য
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
#ভূমিকম্প #নারায়ণগঞ্জ #অগ্নিকাণ্ড #তুলা_কারখানা #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















