আজ সকালে শ্রীপুর ও আশপাশের শিল্প এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হলে বহু পোশাক কারখানা থেকে শ্রমিকরা দ্রুত বেরোতে থাকেন। সরু সিঁড়ি ও তীব্র ভিড়ে মুহূর্তেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকেই পড়ে গিয়ে হাত-পা ভাঙা, মাথায় আঘাতসহ বিভিন্নভাবে আহত হন।
প্রাথমিক হিসেবে আহতের সংখ্যা ১৫০–৩০০ এর মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে ভিড় বেড়ে যায়, আর গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। শ্রমিকদের অভিযোগ, পর্যাপ্ত জরুরি নির্গমন ব্যবস্থা নেই।
ঘটনার পর শ্রম অধিদপ্তর তদন্ত শুরু করেছে। কারখানার সিঁড়ির নকশা, নিরাপত্তা ড্রিলের অনুপস্থিতি এবং অতিরিক্ত ভিড়কে দায়ী করা হচ্ছে। মালিকপক্ষকে অবকাঠামোগত ঝুঁকি চিহ্নিত করে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সব বহুতল ভবনে জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















