দিনাজপুর–পঞ্চগড় মহাসড়কের দশমাইল এলাকায় ব্যাটারিচালিত ইজি–বাইক ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কুতুবপুর গ্রামের মৃতদের পরিচয়
নিহতদের মধ্যে কুতুবপুর গ্রামের মারজিনা (৫০) ও তাঁর নাতনি (১৫)-এর পরিচয় জানা গেছে। বাকি দুইজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
কান্তাজির মেলা যাওয়ার পথে দুর্ঘটনা
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানান, মারজিনা ও তাঁর পরিবারের সদস্যরা ব্যাটারিচালিত ইজি–বাইকে করে কান্তাজির মেলা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে একটি মিনিবাস তাদের গাড়িতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
হাসপাতালে আরও একজনের মৃত্যু
আহত পাঁচজনের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাকি চারজন সেখানে চিকিৎসাধীন আছেন।
বাস জব্দ, চালক পলাতক
দুর্ঘটনার পর পুলিশ মিনিবাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে।
দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ
মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে সড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
#tags সড়কদুর্ঘটনা দিনাজপুর মৃত্যু আহত
সারাক্ষণ রিপোর্ট 


















