পারসন এডেক্সেল, যুক্তরাজ্যের শীর্ষ পরীক্ষাবোর্ড ও বৈশ্বিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য উদযাপন করতে ১২তম আউটস্ট্যান্ডিং পারসন লার্নার অ্যাওয়ার্ডস (ওপিএলএ) অনুষ্ঠানের আয়োজন করেছে। আন্তর্জাতিক প্রাইমারি, আন্তর্জাতিক লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই ও ইন্টারন্যাশনাল এ লেভেল পরীক্ষায় ২০২৫ সালে কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের স্থান ও অতিথিবৃন্দ
অনুষ্ঠানটি ঢাকার বাংলাদেশ-চীন বন্ধুত্ব কনফারেন্স সেন্টারের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পারসন স্কুল কোয়ালিফিকেশনের ডিরেক্টর ক্যাথরিন বুথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ পরীক্ষা বিভাগের ডিরেক্টর ম্যাক্সিম রাইমান এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড ও ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা
এ বছর মোট ৭৩৬ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে—
২৪ জন: বিশ্বসেরা অর্জন
৪ জন: এশিয়া সেরা
৪১ জন: বাংলাদেশের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের স্তরভিত্তিক সংখ্যা—
২১ জন: আই-প্রাইমারি
১ জন: আই-লোয়ার সেকেন্ডারি
৪৫৬ জন: ইন্টারন্যাশনাল জিসিএসই
১৮৩ জন: ইন্টারন্যাশনাল এ লেভেল
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য
অনুষ্ঠানে ক্যাথরিন বুথ, ম্যাক্সিম রাইমান, সাকিব এরশাদ, পারসনের বাংলাদেশ ও নেপাল অঞ্চলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন এবং পারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষক-অভিভাবকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাথরিন বুথ বলেন
তিনি শিক্ষার্থীদের আজীবন শেখার অনুপ্রেরণা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন—
“আজ আমরা বাংলাদেশের উজ্জ্বল শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করছি। এই পুরস্কার শুধু উৎকর্ষের স্বীকৃতিই নয়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এক যোগ্যতা। আমরা শিক্ষার্থীদের শিখতে, চিন্তা করতে এবং বাস্তব দক্ষতা অর্জনে উৎসাহিত করি। নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য মন খোলা রাখুন, জিজ্ঞাসু হন, শিক্ষকদের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আপনার প্রতিভা দিয়ে পৃথিবীতে পরিবর্তন আনুন।”
ম্যাক্সিম রাইমান বলেন
“যুবসমাজের কৌতূহল, অভিযোজনক্ষমতা ও লক্ষ্য থাকে; আর বয়সের সঙ্গে আসে অভিজ্ঞতা ও স্থিরতা। একে অন্যের কাছ থেকে শিখলেই প্রকৃত উন্নতি সম্ভব। ব্রিটিশ কাউন্সিল প্রজন্মের মধ্যে শিক্ষা দিয়ে সংযোগ গড়ে তোলে। এগিয়ে যাওয়ার পথে নিজের ভেতরের তারুণ্যকে ধরে রাখুন এবং সেই আলোর শিখা জ্বালিয়ে রাখুন।”
পারসন বাংলাদেশের বক্তব্য
আবদুল্লাহ আল মামুন লিটন ও জান্নাতুল ফেরদৌস সিগমা জানান, পারসন এডেক্সেলের যোগ্যতা বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















