সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতে পানের বাগানে কাজ করতে গিয়ে তিনি এই হামলার শিকার হন।
ঘটনার বিবরণ
শনিবার সকালে জামাল উদ্দিন (৪৫) সীমান্তবর্তী পানের বাগানে কাজ করতে যান। সেখানে তাঁর উপস্থিতি টের পেয়ে ভারতের খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তিনি গুরুতর আহত হন।
সঙ্গীদের সহায়তায় কোনোভাবে তিনি বাংলাদেশ সীমান্তে ফিরে আসতে সক্ষম হলেও পরে তাঁর মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার মকরম আলীর ছেলে।
লাশ উদ্ধার
রবিবার ভোরে বিজিবির একটি টহল দল ভেলুকুমার গ্রামের লোভাছড়া এলাকায় জামালের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
বর্তমানে লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
#বাংলাদেশ সীমান্ত | সিলেট | খাসিয়া সম্প্রদায় | বিজিবি | কানাইঘাট হত্যা
সারাক্ষণ রিপোর্ট 



















