গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দিনব্যাপি কাউন্সিল অধিবেশন ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে নতুন কমিটি গঠন এবং দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
কাউন্সিল অধিবেশনের মূল ঘটনা
দিনব্যাপি অনুষ্ঠিত এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা রাজু আহমেদ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলমকে সভাপতি এবং মমিনুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের একটি কমিটি দুই বছরের জন্য গঠন করা হয়।

দাবি বাস্তবায়নে কর্মসূচি
কাউন্সিলে জানানো হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার দেশের সব জেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া পরের সপ্তাহে গ্রামীণ ব্যাংকের সব জোনাল অফিসে স্মারকলিপি পেশ করা হবে।
এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ২০০৪ ও ২০১৬ সালের প্রজ্ঞাপন বাস্তবায়ন নিশ্চিত করা।
#tags গ্রামীণব্যাংক #অবসরপ্রাপ্তকর্
Sarakhon Report 


















