আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট শিশু মোর্শেদ (১৪ মাস) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মরদেহ দাদীর কাছে হস্তান্তর, গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, মোর্শেদের মরদেহ দাদীর কাছে হস্তান্তর করা হচ্ছে। এরপর মরদেহ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে।
চিকিৎসকদের পর্যবেক্ষণ: জন্মগত প্রতিবন্ধকতা ও একাধিক জটিলতা
চিকিৎসকদের বরাতে ইউএনও আরও জানান, মোর্শেদ জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল। পাশাপাশি সে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় ৩০ ডিসেম্বর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সার্বক্ষণিক তত্ত্বাবধানেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি।
বড় বোন আয়েশা হাসপাতালে, প্রশাসনের তত্ত্বাবধানে
মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
উদ্ধার ও দায়িত্ব গ্রহণ: সড়কপাশে অভিভাবকহীন দুই শিশু
ঘটনার সূত্রপাত ২৮ ডিসেম্বর রাতে। চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে দুই শিশুকে অভিভাবকহীন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় এক সিএনজি চালক। মানবিক বিবেচনায় পরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আনোয়ারা উপজেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে।
মামলা ও তদন্তের অগ্রগতি: বাবা আটক, কারাগারে
এ ঘটনায় ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে বাঁশখালী উপজেলা থেকে শিশু দুটির বাবা খোরশেদ আলম আনোয়ারা থানায় খোঁজ নিতে এলে আদালতের নির্দেশে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাদী হয়ে অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে মা-বাবার বিরুদ্ধে মামলা করে। বর্তমানে শিশু দুটির বাবা কারাগারে রয়েছেন।
পারিবারিক কলহের দাবি, বাড়ি খাগড়াছড়িতে
শিশু দুটির বাবা পারিবারিক কলহের কথা জানিয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়—এ তথ্যও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















