আগামী বছরের ১২ ফেব্রুয়ারি নির্ধারিত বাংলাদেশের জাতীয় নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন সব সময়ই অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নেয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের সক্ষমতার প্রতি আস্থা
লিন জিয়ান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণ নিজেদের বিষয় নিজেরাই সুচারুভাবে পরিচালনা করতে সক্ষম। তিনি আশা প্রকাশ করেন, দেশটি তার জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ করবে।
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা
চীনের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে এই নির্বাচন দেশের রাজনৈতিক অগ্রযাত্রাকে সুসংহতভাবে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও তিনি মনে করেন।

ঢাকা-বেইজিং সম্পর্কে খালেদা জিয়ার অবদান স্মরণ
ব্রিফিংয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করা হয়। চীনের পক্ষ থেকে বলা হয়, ঢাকা ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
সারাক্ষণ রিপোর্ট 


















