বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পেলেও ক্রিকেটারদের মানসিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন টেস্ট অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের মতো বড় আসরে খেলার ইচ্ছা যে প্রত্যেক ক্রিকেটারের স্বাভাবিক আকাঙ্ক্ষা, সেটিই তিনি জোর দিয়ে জানিয়েছেন।
বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সফরে যেতে না পারার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি
বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক লিটন কুমার দাস বিপিএলের একটি ম্যাচ শেষে জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোর্ড তার সঙ্গে কোনো আলোচনা করেনি। পরে একই কথা নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্তও। তিনিও বলেন, এই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষা
একজন ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে খেলার ইচ্ছা স্পষ্ট করে তুলে ধরেন শান্ত। তার মতে, ক্রিকেটাররা সবসময়ই মাঠে নামতে চায়, আর বিশ্বকাপের মতো আয়োজন হলে সেই আগ্রহ আরও বেড়ে যায়। তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্ট দুই বছর পর পর আসে, আর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আসে চার বছর পর পর। তাই বিশ্বকাপ মানেই ভালো ক্রিকেট খেলার একটি বড় সুযোগ।

সমাধানের প্রত্যাশা
বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন শান্ত। তবে পুরো পরিস্থিতি সম্পর্কে তিনি শতভাগ অবগত নন বলেও জানান। তার বিশ্বাস, সব পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়গুলো সুন্দরভাবে মীমাংসা করতে পারলে ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।
চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা
ক্রিকেটবিষয়ক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আইসিসিকে জানাতে পারে বিসিবি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















