পাকিস্তানের তারকা পেসার হারিস রউফকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ দলের বাইরে রাখা হতে পারে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল গঠনের আলোচনায় তার নাম নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্বকাপে না থাকার সম্ভাবনা
সূত্র জানায়, ১৫ সদস্যের চূড়ান্ত দলে হারিস রউফকে রাখার পক্ষে নন পাকিস্তান দলের কোচ মাইক হেসন। ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে তার বাজে বোলিং পারফরম্যান্সই এর প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।
এশিয়া কাপ ফাইনালের প্রভাব
সেই ম্যাচে রউফ ৩.৪ ওভারে ৫০ রান খরচ করে কোনো উইকেট নিতে পারেননি। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জিতে শিরোপা নিশ্চিত করে। এই পারফরম্যান্সের পর থেকেই নির্বাচকদের আস্থায় চিড় ধরেছে বলে জানা গেছে।
রেকর্ড ও বর্তমান অবস্থান
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৩৩ উইকেট নেওয়া হারিস রউফ বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন। সর্বশেষ তিনি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন এশিয়া কাপের সেই ফাইনালেই।
![]()
দল নির্বাচন ও আইসিসিতে তালিকা
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে বিশ্বকাপের জন্য একটি প্রাথমিক খেলোয়াড় তালিকা আইসিসিতে জমা দিয়েছে। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই এই তালিকায় পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
সম্ভাব্য দল ও বিবেচনায় থাকা খেলোয়াড়
সম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে আছেন অধিনায়ক সালমান আলী আগা, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, শাদাব খান, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, উসমান খান ও আবরার আহমেদ।
এ ছাড়া বিবেচনায় আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, সালমান মির্জা ও খাজা নাফে। রিজার্ভ তালিকায় থাকতে পারেন আবদুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিক।

গ্রুপ ও ম্যাচ সূচি
বিশ্বকাপে পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’-তে। একই গ্রুপে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। সুপার এইটের ম্যাচগুলো হবে কলম্বো ও ক্যান্ডিতে।
সারাক্ষণ রিপোর্ট 



















