অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন বর্তমান চ্যাম্পিয়ন মাদিসন কিস। মাঝ ম্যাচে ছন্দ হারালেও শেষ পর্যন্ত শক্ত মানসিকতায় ম্যাচ নিজেদের করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই মার্কিন তারকা।
মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রেরই অ্যাশলিন ক্রুগারের বিপক্ষে ছয় এক ও সাত পাঁচ গেমে জয় পান কিস। ম্যাচের শুরুটা ছিল একেবারেই একপেশে। প্রথম সেটে দাপুটে খেলায় মাত্র তেইশ মিনিটে সেট জিতে নেন তিনি। শক্তিশালী ফোরহ্যান্ড আর নিখুঁত রিটার্নে প্রতিপক্ষকে চাপে রাখেন শুরু থেকেই।

তবে দ্বিতীয় সেটে এসে চিত্রটা বদলে যায়। সার্ভে একের পর এক ডাবল ফল্টে নিজেই বিপাকে পড়েন কিস। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্রুগার সার্ভ ব্রেক করে তিন গেমের লিড নেন। এই সময়টায় কিসের খেলায় স্পষ্ট হয়ে ওঠে অস্থিরতা ও আত্মবিশ্বাসের ঘাটতি।
চাপের মুখে অভিজ্ঞতার পরিচয় দেন ত্রিশ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। ধীরে ধীরে ম্যাচে ফিরে এসে টানা পাঁচটি গেম জিতে ম্যাচ শেষ করেন তিনি। সংকটময় মুহূর্তে আগ্রাসী শটে ফের ছন্দে ফেরেন কিস, আর তাতেই ভেঙে পড়ে ক্রুগারের প্রতিরোধ।
ম্যাচ শেষে কিস বলেন, শুরুটা খুব ভালো হয়েছিল। এরপর অ্যাশলিন নিজের খেলাটা বাড়িয়ে দেয়, সেটাই প্রত্যাশিত ছিল। আমি যখন আবার গতি পাই, তখন সেটে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে ফিরতে চেয়েছি।

প্রথম রাউন্ডেও সহজ জয়ে ভরসা দিতে পারেননি কিস। ইউক্রেনের নবাগত ওলেক্সান্দ্রা অলিইনিকোভার বিপক্ষে দীর্ঘ লড়াইয়ের পর জিতেছিলেন তিনি। তবু বর্তমান বিশ্ব র্যাংকিংয়ের নয় নম্বর খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের লক্ষ্য স্পষ্ট রাখছেন কিস।
সারাক্ষণ রিপোর্ট 


















