০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: যুক্তরাষ্ট্র বাংলাদেশের একসময় নিষিদ্ধ ইসলামপন্থী দলের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র চিত্র; ডিএসইতে পতন, সিএসইতে উত্থান ঢাকা-১৫ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াতের আমির সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯ ব্যাংকিং খাত সংস্কার রাতারাতি সম্ভব নয়: সালেহউদ্দিন বিএনপির মিডিয়া সেলের চেয়ে জামায়াতের বট আইডি কি বেশি সক্রিয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সংগঠক জামায়াত আমির: নাহিদ ইসলাম ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না- পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে কার্যকর পদক্ষেপে মনোযোগ দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান বেইজিংয়ের ইপিএসএমপি ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ

ভারত–নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দাপুটে সূচনা, ৪৮ রানে জয় ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে ৪৮ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। ব্যাটে-বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রাখে ভারত।

অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ভারতের পাহাড়সম রান

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। সঞ্জু স্যামসন ও ইশান কিশান দ্রুত ফিরলেও এরপরই ম্যাচের রঙ বদলে দেন অভিষেক শর্মা। মাত্র ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল আটটি ছক্কা ও পাঁচটি চার। মাত্র ২২ বলেই অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার।

অভিষেকের সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবের জুটি ভারতীয় ইনিংসে গতি এনে দেয়। দুজনে মিলে ৪৭ বলে ৯৯ রানের জুটি গড়েন। নবম ওভারের মধ্যেই দলের রান একশ পার হয়। সূর্যকুমার ২২ বলে ৩২ রান করে আউট হলে কিছুটা থামে রানের গতি।

India wins T20 series opener against New Zealand by 48 runs - The  Washington Post

শেষ দিকে রিঙ্কু সিং এর দৃঢ়তা

মাঝের ওভারগুলোতে কিছুটা চাপ তৈরি হলেও শেষ দিকে রিঙ্কু সিং ম্যাচের রাশ শক্ত করে ধরেন। ২০ বলে অপরাজিত ৪৪ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন তিনি। হার্দিক পান্ডিয়া করেন ১৬ বলে ২৫ রান। নির্ধারিত ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৩৮ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

নিউজিল্যান্ডের শুরুতেই ধাক্কা

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে শূন্য রানে এবং রাচিন রবীন্দ্র এক রান করে ফিরলে দ্রুত দুই উইকেট হারায় সফরকারীরা। এরপর টিম রবিনসন কিছুটা চেষ্টা করলেও সপ্তম ওভারে তার বিদায়ে স্কোর দাঁড়ায় ৫২ রানে ৩ উইকেট।

India wins T20 series opener against New Zealand by 48 runs | Pro National  Sports | timesargus.com

গ্লেন ফিলিপসের লড়াইও যথেষ্ট নয়

মাঝের ওভার গুলোতে গ্লেন ফিলিপস এক প্রান্ত আগলে রেখে ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৪০ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। মার্ক চ্যাপম্যান এর সঙ্গে তার জুটিতে আসে গুরুত্বপূর্ণ রান। তবে চৌদ্দ তম ওভারে ফিলিপস আউট হয়ে গেলে আবার ছন্দ হারায় নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নিউজিল্যান্ড থামে ৭ উইকেটে ১৯০ রানে। ফলে ৪৮ রানের জয় নিশ্চিত হয় ভারতের।

বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সিরিজ

এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে দুই দলই। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে রায়পুরে। আত্মবিশ্বাসী ভারতের চোখ এখন সিরিজে দ্রুত আধিপত্য নিশ্চিত করার দিকে।

India defeat New Zealand by 48 runs, take 1-0 lead in five-match T20I series

 

জনপ্রিয় সংবাদ

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: যুক্তরাষ্ট্র বাংলাদেশের একসময় নিষিদ্ধ ইসলামপন্থী দলের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায়

ভারত–নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দাপুটে সূচনা, ৪৮ রানে জয় ভারতের

০৭:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে ৪৮ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। ব্যাটে-বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রাখে ভারত।

অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ভারতের পাহাড়সম রান

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। সঞ্জু স্যামসন ও ইশান কিশান দ্রুত ফিরলেও এরপরই ম্যাচের রঙ বদলে দেন অভিষেক শর্মা। মাত্র ৩৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল আটটি ছক্কা ও পাঁচটি চার। মাত্র ২২ বলেই অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার।

অভিষেকের সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবের জুটি ভারতীয় ইনিংসে গতি এনে দেয়। দুজনে মিলে ৪৭ বলে ৯৯ রানের জুটি গড়েন। নবম ওভারের মধ্যেই দলের রান একশ পার হয়। সূর্যকুমার ২২ বলে ৩২ রান করে আউট হলে কিছুটা থামে রানের গতি।

India wins T20 series opener against New Zealand by 48 runs - The  Washington Post

শেষ দিকে রিঙ্কু সিং এর দৃঢ়তা

মাঝের ওভারগুলোতে কিছুটা চাপ তৈরি হলেও শেষ দিকে রিঙ্কু সিং ম্যাচের রাশ শক্ত করে ধরেন। ২০ বলে অপরাজিত ৪৪ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন তিনি। হার্দিক পান্ডিয়া করেন ১৬ বলে ২৫ রান। নির্ধারিত ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৩৮ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

নিউজিল্যান্ডের শুরুতেই ধাক্কা

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে শূন্য রানে এবং রাচিন রবীন্দ্র এক রান করে ফিরলে দ্রুত দুই উইকেট হারায় সফরকারীরা। এরপর টিম রবিনসন কিছুটা চেষ্টা করলেও সপ্তম ওভারে তার বিদায়ে স্কোর দাঁড়ায় ৫২ রানে ৩ উইকেট।

India wins T20 series opener against New Zealand by 48 runs | Pro National  Sports | timesargus.com

গ্লেন ফিলিপসের লড়াইও যথেষ্ট নয়

মাঝের ওভার গুলোতে গ্লেন ফিলিপস এক প্রান্ত আগলে রেখে ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৪০ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। মার্ক চ্যাপম্যান এর সঙ্গে তার জুটিতে আসে গুরুত্বপূর্ণ রান। তবে চৌদ্দ তম ওভারে ফিলিপস আউট হয়ে গেলে আবার ছন্দ হারায় নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নিউজিল্যান্ড থামে ৭ উইকেটে ১৯০ রানে। ফলে ৪৮ রানের জয় নিশ্চিত হয় ভারতের।

বিশ্বকাপ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সিরিজ

এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে দুই দলই। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে রায়পুরে। আত্মবিশ্বাসী ভারতের চোখ এখন সিরিজে দ্রুত আধিপত্য নিশ্চিত করার দিকে।

India defeat New Zealand by 48 runs, take 1-0 lead in five-match T20I series