একজন প্রতিষ্ঠিত ব্যাংক কর্মকর্তা, স্বাভাবিক কর্মজীবন, পরিচিত সামাজিক পরিসর—তবু কেন এমন একটি পরিণতি? রাজধানীর খিলগাঁওয়ে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এই প্রশ্নই এখন সামনে আসছে। মানসিক অবসাদের কথা জানা গেলেও, সেই অবসাদের প্রকৃত কারণ কী ছিল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জিজ্ঞাসা।
রাজধানীর খিলগাঁও এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে শনিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম শাহানুর রহমান। বয়স ৪৫ বছর। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। শাহানুর রহমান সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাসায় ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি।
দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। তখন তারা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার গলায় প্যান্ট প্যাঁচানো ছিল।

পরে দ্রুত তাকে উদ্ধার করে রাত আনুমানিক পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















