আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর পাকিস্তানও বয়কট করতে পারে—এমন জল্পনার মধ্যেই এই ঘোষণা আসে।

গত কয়েক দিনে দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গনে আলোচনা চলছিল, বাংলাদেশ ইস্যুতে ক্ষোভ এবং আন্তর্জাতিক ক্রিকেট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ঘিরে পাকিস্তানের অবস্থান কী হবে তা নিয়ে। দল ঘোষণার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই অনিশ্চয়তা কিছুটা হলেও কমিয়েছে।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, শেষ মুহূর্তে সরে দাঁড়ালে বড় আর্থিক ও ক্রীড়াগত ঝুঁকি তৈরি হতে পারত। ফলে প্রস্তুতি এগিয়ে নেওয়ার দিকেই তারা ঝুঁকেছে।
তবে দল ঘোষণার পরও টুর্নামেন্ট আয়োজন, শাসনব্যবস্থা ও আঞ্চলিক রাজনীতির প্রভাব নিয়ে বিতর্ক পুরোপুরি থামেনি।
সারাক্ষণ রিপোর্ট 


















