০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
আলোচনার পরিবর্তে কেন শিক্ষকদের ওপর সহিংসতা — প্রশ্ন জিএম কাদেরের রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডের ৯ রানে জয়; ওয়েস্ট ইনডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল কিউইরা নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক নাটোরে পুলিশের হাত থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা বেতন কাঠামো উন্নয়ন ও উপদেষ্টাদের পদত্যাগ দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অব্যাহত রাজশাহীতে তাপমাত্রা নেমে ১৬.৫ ডিগ্রিতে: শীতের আগমনী বার্তা মোহাম্মদপুরে গ্যারেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন শীতের আরাম নিশ্চিত করুন: বাংলাদেশে কোন গিজারগুলো সেরা ঢাকা-খুলনাসহ ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ ব্যাংকঅ্যাশিওরেন্স: শোকাহত পরিবারের পাশে দ্রুত সহায়তা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৩)

  • Sarakhon Report
  • ০২:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 139

সারাক্ষণ ডেস্ক

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

জয়ের অপর পাশে পরাজয় বা সাফল্যের অপর পাশে ব্যর্থতা থাকে

 

 একজন নেতাকে সব সময়ই মনে রাখতে হয় জয়ের অপর পাশে পরাজয় থাকে। আর এই জয়- পরাজয়ের পথ চলাটা অনেকটা সার্কাসের তারের ওপর দিয়ে হেঁটে যাওয়া। ব্যালান্স রেখে, সামনে চোখ রেখে নির্ভয়ে এগিয়ে গেলে জয়ী হবেনই। আর আতঙ্কিত হলেই পা পিছলে যাবে তখন শুধু পরাজয় নয় গভীর খাদে। জীবনের যে কোন কাজের সাফল্য’র পথটি এর থেকে মোটেই অন্য রকম নয়। 

 

জীবনে অন্যতম নীতি হওয়া উচিত ভুল জিনিসের পেছনে ছোটাছুটি না করা

 

জীবনে যতটা পারা যায় ভুল বিষয়গুলো, ভুল মানুষগুলো এডিয়ে চলতে হয়। যতই ভুল কোন কিছু’র সঙ্গে নিজেকে জড়িযে ফেলবেন ততই নিজেকে পেছন দিকে ঠেলে দেয়া হয়। বন্ধ হয়ে যেতে থাকে সঠিক পথে চলা বা সঠিক বিষয়টি অর্জন করার পথ। কোন নেতা বা কর্মী যতই সঠিক পথে নিজেকে নেবেন ততই সঠিক বিষয়গুলো অর্জন করার বা আত্মস্থ করার পথ পাবেন। এ জন্য একজন নেতার সব থেকে বড় কাজ হলো তার দল বা কর্মীকে সেই পথে পরিচালিত করা, যাতে সে তার নিজের শক্তিকে প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন। 

  

সন্দেহ শুধু নেতার নয় , যে কোন মানুষের বড় শত্রু

 

    সন্দেহ মানুষকে সামনের দিকে এগুতে সব সময়ই বাধা দেয়। মানুষকে বড় কিছু অর্জনের পথে না নিয়ে গিয়ে সন্দেহ মূলত মানুষকে একটি অন্ধকার গলিতে আটকে রাখে। বাস্তবে সন্দেহ এমন ভয়ংকর রূপ নেয় একজন মানুষের মনোজগতে, যা তার সকল কাজের শুধু বাধা হয় না, তার জীবনের সম্ভাবনাগুলো  নষ্ট করে দেয় । জীবনে কোন কিছু অর্জন করা তার জন্যে দুস্কর হয়ে ওঠে।

জনপ্রিয় সংবাদ

আলোচনার পরিবর্তে কেন শিক্ষকদের ওপর সহিংসতা — প্রশ্ন জিএম কাদেরের

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৩)

০২:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

জয়ের অপর পাশে পরাজয় বা সাফল্যের অপর পাশে ব্যর্থতা থাকে

 

 একজন নেতাকে সব সময়ই মনে রাখতে হয় জয়ের অপর পাশে পরাজয় থাকে। আর এই জয়- পরাজয়ের পথ চলাটা অনেকটা সার্কাসের তারের ওপর দিয়ে হেঁটে যাওয়া। ব্যালান্স রেখে, সামনে চোখ রেখে নির্ভয়ে এগিয়ে গেলে জয়ী হবেনই। আর আতঙ্কিত হলেই পা পিছলে যাবে তখন শুধু পরাজয় নয় গভীর খাদে। জীবনের যে কোন কাজের সাফল্য’র পথটি এর থেকে মোটেই অন্য রকম নয়। 

 

জীবনে অন্যতম নীতি হওয়া উচিত ভুল জিনিসের পেছনে ছোটাছুটি না করা

 

জীবনে যতটা পারা যায় ভুল বিষয়গুলো, ভুল মানুষগুলো এডিয়ে চলতে হয়। যতই ভুল কোন কিছু’র সঙ্গে নিজেকে জড়িযে ফেলবেন ততই নিজেকে পেছন দিকে ঠেলে দেয়া হয়। বন্ধ হয়ে যেতে থাকে সঠিক পথে চলা বা সঠিক বিষয়টি অর্জন করার পথ। কোন নেতা বা কর্মী যতই সঠিক পথে নিজেকে নেবেন ততই সঠিক বিষয়গুলো অর্জন করার বা আত্মস্থ করার পথ পাবেন। এ জন্য একজন নেতার সব থেকে বড় কাজ হলো তার দল বা কর্মীকে সেই পথে পরিচালিত করা, যাতে সে তার নিজের শক্তিকে প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন। 

  

সন্দেহ শুধু নেতার নয় , যে কোন মানুষের বড় শত্রু

 

    সন্দেহ মানুষকে সামনের দিকে এগুতে সব সময়ই বাধা দেয়। মানুষকে বড় কিছু অর্জনের পথে না নিয়ে গিয়ে সন্দেহ মূলত মানুষকে একটি অন্ধকার গলিতে আটকে রাখে। বাস্তবে সন্দেহ এমন ভয়ংকর রূপ নেয় একজন মানুষের মনোজগতে, যা তার সকল কাজের শুধু বাধা হয় না, তার জীবনের সম্ভাবনাগুলো  নষ্ট করে দেয় । জীবনে কোন কিছু অর্জন করা তার জন্যে দুস্কর হয়ে ওঠে।