০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
মৃত্যুর হিসাব এখনো চলছে: টাইফুন ‘টিনো’-র তাণ্ডব পেঁয়াজের দাম: দশ দিনেই দ্বিগুণ বাড়ার কারণ কী? আলাস্কায় টাইফুনে বিধ্বস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় মরিয়া চেষ্টা এআই যুগে নতুন প্রেমের খোঁজ: ডেটিং অ্যাপের রূপান্তর খারাপ রাষ্ট্রে ভালো নাগরিক হওয়ার সাহস: নৈতিক দায়িত্ব ও বিবেকের লড়াই মধ্যবয়সী নারীর শরীর ও মনকে ঘিরে নতুন ব্যবসায়িক সাম্রাজ্য: ‘বিগ ওয়েলনেস’-এর উত্থান নাৎসি দখলের বিরুদ্ধে সাহসী ডাচ ইহুদির প্রতিরোধ সংগ্রাম: মৃত্যুর ছায়া পেরিয়ে মানবতার জয়গান 💊 ফাইজারের বিক্রি ও মুনাফায় ধস: কোভিড-১৯ ভ্যাকসিনের চাহিদা কমে বড় ধাক্কা সপ্তদশ শতাব্দীর ডাচ পুতুলবাড়ি: এক ক্ষুদ্র জগতের বিলাসী প্রাসাদ নিখোঁজ সন্তান ও উদ্বিগ্ন মা: ‘অল হার ফল্ট’-এর গল্পে আধুনিক মাতৃত্ব ও অপরাধের জটিলতা

কান্তজীর জমিতে মসজিদ!

  • Sarakhon Report
  • ০৬:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 87

কান্তজির মন্দির

 সারাক্ষণ ডেস্ক : বাংলার ঐতিহ্যবাহী টোরাকোটা শিল্পের অনুপম শিল্পকীর্তি বিশ্বখ্যাত বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত কান্তজীর মন্দির যা সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান, সেই পুরাকীর্তি মন্দির অঙ্গনের জমি দখল করে মসজিদ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করছি। মহারাজা প্রাণনাথ রায়ের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত মন্দিরের দেয়ালে উৎকীর্ণ টেরাকোটা শিল্প কর্ম শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় মানব ইতিহাসের শিল্প ও রুচিবোধের সাক্ষ্য বহন করে।

মন্দিরের গায়ে উৎকীর্ণ টেরাকোটায় শুধু রামায়নের ঘটনা ও চরিত্র নয় মুসলিম সম্প্রদায়ের মোঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য কীর্তি একই সাথে উৎকীর্ণ করা হয়েছিলো।উল্লেখ্য যে কান্তজীর মন্দির যে শিল্পীদের হাতে বিস্ময়কর চিত্রকলার সৃষ্টি হয়েছিলো এবং যারা প্রকৌশলী ও শ্রমিক হিসাবে মন্দির নির্মাণ করেছিলেন তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের।

মন্দিরের অনতি দূরে নয়াবাদে মন্দির নির্মাণ শ্রমিকদের নামাজের সুবিধার জন্য মহারাজা প্রাণনাথ রায়ের অর্থায়নে নয়াবাদ মসজিদ নির্মান করা হয়েছিলো। অনিন্দ্য সুন্দর সেই মসজিদও একটি পুরিকীর্তি। কান্তজীর মন্দির নির্মাণকারী প্রকৌশলী ও শ্রমিকরাই এ মসজিদ নির্মাণ করেলছিলেন। উল্লেখ্য মন্দির ও মসজিদ নির্মাণ করেছেন মুসলিম সম্প্রদায়ের প্রকৌশলী ও শ্রমিকরা ।

সম্প্রীতির এমন নিদর্শন পৃথিবীতে বিরল। এই সম্প্রতির উদাহরণ বিশ্ব ইতিহাসে আমাদের দেশকে করেছিলো মহান। সেই মহত্বের শক্তিকে কাজে লাগিয়ে এ জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ।
সভ্যতার এ অনুপম নিদর্শন বাংলাদেশের গৌরব। এ প্রন্ততাত্ত্বিক নিদর্শন মানব সভ্যতার স্মারক।এ গৌরবের স্মারক

কোন ভাবেই হুমকির মুখে ফেলা যাবেনা।

আমরা দৃঢ ভাবে উচ্চারণ করতে চাই যে এ ধরণের আত্নবিনাশী কাজ যে কোন মূল্যে সরকার ও প্রশাসনকে রুখতে হবে।
এছাড়া সম্প্রতি পবিত্র রমজান মাসে কতিপয় ধর্মান্ধ মৌলবাদী ব্যক্তির রমজানের পবিত্রতা রক্ষার নামে সনাতন ধর্মের মানুষের উপর চড়াও হওয়া ও তাদের শারীরিক ভাবে লঞ্ছিত করার ঘটনায় আমরা যারপর নাই লজ্জিত ও ক্ষুব্ধ।
আমরা প্রশাসন , সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাব এ ধরণের ন্যাক্কার জনক ঘটনা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

বিনীত
নাসির উদ্দীন ইউসুফ
(বার্তা প্রেরক)

বিবৃতিদাতা-
১)হাসান ইমাম
২)অনুপম সেন
৩)সারওয়ার আলী
৪)রামেন্দু মজুমদার
৫)আবেদ খান
৬)ফেরদৌসী মজুমদার
৭)মামুনুর রশীদ
৮)মফিদুল হক
৯)নাসির উদ্দীন ইউসুফ
১০)মুনতাসীর মামুন
১১)শাহরিয়ার কবীর
১২)কেরামত মওলা
১৩)মিলনকান্তি দে
১৪)লাকী ইনাম
১৫)সারা যাকের
১৬)শিমূল ইউসুফ
১৭)গোলাম কুদ্দুছ

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর হিসাব এখনো চলছে: টাইফুন ‘টিনো’-র তাণ্ডব

কান্তজীর জমিতে মসজিদ!

০৬:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

 সারাক্ষণ ডেস্ক : বাংলার ঐতিহ্যবাহী টোরাকোটা শিল্পের অনুপম শিল্পকীর্তি বিশ্বখ্যাত বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত কান্তজীর মন্দির যা সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান, সেই পুরাকীর্তি মন্দির অঙ্গনের জমি দখল করে মসজিদ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করছি। মহারাজা প্রাণনাথ রায়ের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত মন্দিরের দেয়ালে উৎকীর্ণ টেরাকোটা শিল্প কর্ম শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় মানব ইতিহাসের শিল্প ও রুচিবোধের সাক্ষ্য বহন করে।

মন্দিরের গায়ে উৎকীর্ণ টেরাকোটায় শুধু রামায়নের ঘটনা ও চরিত্র নয় মুসলিম সম্প্রদায়ের মোঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য কীর্তি একই সাথে উৎকীর্ণ করা হয়েছিলো।উল্লেখ্য যে কান্তজীর মন্দির যে শিল্পীদের হাতে বিস্ময়কর চিত্রকলার সৃষ্টি হয়েছিলো এবং যারা প্রকৌশলী ও শ্রমিক হিসাবে মন্দির নির্মাণ করেছিলেন তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের।

মন্দিরের অনতি দূরে নয়াবাদে মন্দির নির্মাণ শ্রমিকদের নামাজের সুবিধার জন্য মহারাজা প্রাণনাথ রায়ের অর্থায়নে নয়াবাদ মসজিদ নির্মান করা হয়েছিলো। অনিন্দ্য সুন্দর সেই মসজিদও একটি পুরিকীর্তি। কান্তজীর মন্দির নির্মাণকারী প্রকৌশলী ও শ্রমিকরাই এ মসজিদ নির্মাণ করেলছিলেন। উল্লেখ্য মন্দির ও মসজিদ নির্মাণ করেছেন মুসলিম সম্প্রদায়ের প্রকৌশলী ও শ্রমিকরা ।

সম্প্রীতির এমন নিদর্শন পৃথিবীতে বিরল। এই সম্প্রতির উদাহরণ বিশ্ব ইতিহাসে আমাদের দেশকে করেছিলো মহান। সেই মহত্বের শক্তিকে কাজে লাগিয়ে এ জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ।
সভ্যতার এ অনুপম নিদর্শন বাংলাদেশের গৌরব। এ প্রন্ততাত্ত্বিক নিদর্শন মানব সভ্যতার স্মারক।এ গৌরবের স্মারক

কোন ভাবেই হুমকির মুখে ফেলা যাবেনা।

আমরা দৃঢ ভাবে উচ্চারণ করতে চাই যে এ ধরণের আত্নবিনাশী কাজ যে কোন মূল্যে সরকার ও প্রশাসনকে রুখতে হবে।
এছাড়া সম্প্রতি পবিত্র রমজান মাসে কতিপয় ধর্মান্ধ মৌলবাদী ব্যক্তির রমজানের পবিত্রতা রক্ষার নামে সনাতন ধর্মের মানুষের উপর চড়াও হওয়া ও তাদের শারীরিক ভাবে লঞ্ছিত করার ঘটনায় আমরা যারপর নাই লজ্জিত ও ক্ষুব্ধ।
আমরা প্রশাসন , সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাব এ ধরণের ন্যাক্কার জনক ঘটনা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

বিনীত
নাসির উদ্দীন ইউসুফ
(বার্তা প্রেরক)

বিবৃতিদাতা-
১)হাসান ইমাম
২)অনুপম সেন
৩)সারওয়ার আলী
৪)রামেন্দু মজুমদার
৫)আবেদ খান
৬)ফেরদৌসী মজুমদার
৭)মামুনুর রশীদ
৮)মফিদুল হক
৯)নাসির উদ্দীন ইউসুফ
১০)মুনতাসীর মামুন
১১)শাহরিয়ার কবীর
১২)কেরামত মওলা
১৩)মিলনকান্তি দে
১৪)লাকী ইনাম
১৫)সারা যাকের
১৬)শিমূল ইউসুফ
১৭)গোলাম কুদ্দুছ