১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

‘ক্রিপ্টো কিং’ স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের ২৫ বছরের কারাদণ্ড

  • Sarakhon Report
  • ০৪:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • 93

সারাক্ষণ ডেস্ক

যারা অর্থ বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা ক্রিপ্টো কারেন্সির কথা কম বেশি সবাইই জানেন। যারা অনলাইনে লেনদেন করেন তাদের কাছে নতুন এই মাধ্যমের নাম বিটকয়েন।

আর এই ক্রিপ্টো কারেন্সির বস ফ্রেইড। তাকে সবাই ‘ক্রিপ্টো কিং’ও বলে।

বয়স মাত্র ৩২ বছর। বিটকয়েনের ব্যবসা করে ব্যাংকম্যান মাত্র ৩২ বছর বয়সেই রাতারাতি বনে যান বিলিয়নিয়ার।

তবে মাত্র তিন বছরেই দেউলিয়া হয়ে পড়ে তার প্রতিষ্ঠানটি।

জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের শেষ নাগাদ গ্রেফতার হন তিনি।

‘ক্রিপ্টো কিং’-এর এক প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানায়, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্সের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৮ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন এই ব্যাংকম্যান।

দেউলিয়া হয়ে পড়া এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী ছিলেন তিনি।

অর্থ জালিয়াতির অপরাধে ‘ক্রিপ্টো কিং’ হিসেবে পরিচিত স্যাম ব্যাংকম্যান ফ্রেইডকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত।

বৃহস্পতিবার এই রায়ের খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ফ্রেইডের বাবা-মা এই বিচারে হতবাক হয়েছেন। তাদের ছেলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এদিকে ব্যাংকম্যান ফ্রেইডের দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল করবে তার টিম।

‘ক্রিপ্টো কিং’ স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের ২৫ বছরের কারাদণ্ড

০৪:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

যারা অর্থ বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা ক্রিপ্টো কারেন্সির কথা কম বেশি সবাইই জানেন। যারা অনলাইনে লেনদেন করেন তাদের কাছে নতুন এই মাধ্যমের নাম বিটকয়েন।

আর এই ক্রিপ্টো কারেন্সির বস ফ্রেইড। তাকে সবাই ‘ক্রিপ্টো কিং’ও বলে।

বয়স মাত্র ৩২ বছর। বিটকয়েনের ব্যবসা করে ব্যাংকম্যান মাত্র ৩২ বছর বয়সেই রাতারাতি বনে যান বিলিয়নিয়ার।

তবে মাত্র তিন বছরেই দেউলিয়া হয়ে পড়ে তার প্রতিষ্ঠানটি।

জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের শেষ নাগাদ গ্রেফতার হন তিনি।

‘ক্রিপ্টো কিং’-এর এক প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানায়, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্সের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৮ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন এই ব্যাংকম্যান।

দেউলিয়া হয়ে পড়া এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী ছিলেন তিনি।

অর্থ জালিয়াতির অপরাধে ‘ক্রিপ্টো কিং’ হিসেবে পরিচিত স্যাম ব্যাংকম্যান ফ্রেইডকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত।

বৃহস্পতিবার এই রায়ের খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, ফ্রেইডের বাবা-মা এই বিচারে হতবাক হয়েছেন। তাদের ছেলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এদিকে ব্যাংকম্যান ফ্রেইডের দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল করবে তার টিম।