ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ফেব্রুয়ারির মাঝামাঝিতে চীনের বিভিন্ন প্রদেশ ও শহরের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোয় নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে।
বেইজিং, শাংহাই, থিয়েনচিন, হাইনান ও সিছুয়ানসহ কয়েকটি প্রদেশের স্কুলে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিভিন্ন স্কুলের শিক্ষকরা নানা মজার পদ্ধতিতে ছাত্রছাত্রীদের স্বাগত জানান।
চীনের শাংহাইয়ের মিডল স্কুলের শিক্ষার্থীরা ৪১তম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযান টিমের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলার সুযোগ পায়। অন্যদিকে শাংহাইয়ের ছাংনিং জেলার একটি প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে অগ্নি নির্বাপনে ব্যবহৃত ট্রাক এবং বিভিন্ন সরঞ্জামের পরিচয় তুলে ধরেন শিক্ষকরা।
এদিকে কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সিংইয়ি কাউন্টির প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের রোবটের সঙ্গে কথা বলার সুযোগ পায়।
সিছুয়ান প্রদেশের কুয়াংআন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা অপেরা পরিবেশনা উপভোগ করে। থিয়েনচিনের একটি প্রাথমিকের শিক্ষার্থীরা স্কুলের প্রথম দিনেই নানা খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি কাটায়।
নাহার/ফয়সল
Leave a Reply