ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর।
আরবি ঈদ শব্দের মানে খুশি, আনন্দ বা উৎসব।
বিশ্বজুড়ে সেই আনন্দের উদযাপনে শামিল হয়েছেন মুসলিমরা।

মস্কো, রাশিয়া – ঈদ জামাতের প্রস্তুতি নিচ্ছেন মুসলিমরা।

মোম্বাসা, কেনিয়া – শত শত মানুষ ঈদের নামাজে অংশ নিচ্ছেন।

পোর্ট সুদান, সুদান – একটি স্টেডিয়ামে ঈদের নামাজে সমবেত হয়েছে অনেকে।

রটারড্যাম, নেদারল্যান্ডস – বড়দের সঙ্গে শিশুরা অংশ নিচ্ছে ঈদের নামাজে।

লভিভ, ইউক্রেন – রাশিয়ার যুদ্ধের মধ্যে থাকা দেশটিতে মুসলিম শিশুদের মধ্যে উপহার বিতরণের দৃশ্য।

গাজা, ফিলিস্তিন – ইসরায়েল ও হামাসের যুদ্ধে বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায়।

জেরুজালেম – ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদে পরিবার নিয়ে এসেছেন অনেকে।

কাতার – স্টেডিয়ামে ঈদের জামাতে দাঁড়িয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা।

লিসবন, পর্তুগাল – ঈদের শুভেচ্ছা বিনিময়।


নেপলস্, ইতালি – প্লেবিসিতো স্কয়ারের বাইরে নামাজ পড়ছেন মুসলিমরা।

ইস্তাম্বুল, তুরস্ক – হায়া সোফিয়া গ্র্যান্ড মস্কে নামাজ শেষে ছবি তুলছেন কয়েকজন নারী।

পেশোয়ার, পাকিস্তান – আফগান শরণার্থীদের ঈদ জামাত।

ঢাকা, বাংলাদেশ – নামাজ শেষে আনন্দ মিছিল।
Sarakhon Report 



















